× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ারফেজের চার দশক

যুক্তরাষ্ট্রে উদ্‌যাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪ ১১:৫৪ এএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪ ১২:৪৫ পিএম

ওয়ারফেজ ব্যান্ড

ওয়ারফেজ ব্যান্ড

দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নাম ওয়ারফেজ। রক, মেটাল ধাঁচের গান করে ইতোমধ্যেই দেশি-বিদেশি অসংখ্য ভক্ত জন্ম হয়েছে তাদের। এ বছরের ৬ জুন ব্যান্ডটির ৪০ বছর পূর্ণ হবে। চার দশকে পদার্পণ উপলক্ষে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছে ব্যান্ডটি। সেই পরিকল্পনা থেকে ব্যান্ডের পক্ষ থেকে দেওয়া হয়েছে নতুন সংবাদ। ইন্ডাস্ট্রিতে নিজেদের ৪০ বছর উদ্‌যাপন হবে আমেরিকায়। ওয়ারফেজের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওয়ারফেজের পক্ষ থেকে একটি অফিসিয়াল ঘোষণার মাধ্যমে জানানো হয়, ‘আমরা ব্যান্ডের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছি। ভক্তদের কাছে আসন্ন সফর ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত ও আনন্দিত। আমাদের সঙ্গে যুক্ত হতে এখনই সবাই প্রস্তুত হয়ে যান। আমরা আসছি আমেরিকায়। একসঙ্গে সবাই অতীতের গল্প শুনব, গান শুনব। থাকবে নতুন নতুন চমক।’

নিজেদের আমেরিকা সফর নিয়ে ব্যান্ডটির ড্রামার শেখ মনিরুল আলম টিপু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা জুনের প্রথম সপ্তাহে আমেরিকার উদ্দেশে রওনা দেব। সেখানে ইতোমধ্যেই ৭-৮টি কনসার্ট নিশ্চিত হয়েছে। সামনে আরও বাড়বে। আশা করছি এবারের আমেরিকা সফর থেকে সুন্দর কিছু মেমোরি আমরা নিয়ে আসতে পারব। কনসার্টের পাশাপাশি সেখানে আমরা ব্যান্ডের ৪০ বছর উদ্‌যাপন করব।’

প্রায় ৪০ বছর ধরে বাংলাদেশের ব্যান্ড ইন্ডাস্ট্রি মাতিয়ে যাচ্ছে ওয়ারফেজ। এ সময়ে দর্শককে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছে দলটি। তালিকায় উল্লেখ করা যায় স্বাধিকার, অবাক ভালোবাসা, জননী, যত দূরে, বেওয়ারিশ, মহারাজ, তোমাকে, পূর্ণতা, সত্য ও রূপকথা গানগুলোর কথা।

এ ছাড়া দলটি এখন পর্যন্ত ৮টি অ্যালবাম বের করেছে। সর্বশেষ অ্যালবাম এসেছে ২০১২ সালে। নাম ‘সত্য’। এখন চলছে নবম অ্যালবামের কাজ। নাম পথচলা-২। অ্যালবামের প্রথম গান ‘আলো’ ইতোমধ্যেই মুক্তি পেয়েছে। এ মাসে দ্বিতীয় গান মুক্তির কথা রয়েছে।

দেশের ইন্ডাস্ট্রিতে ওয়ারফেজ যাত্রা শুরু করে ১৯৮৪ সালের ৬ জুন। এরপর ১৯৯১ সালে তাদের প্রথম অ্যালবাম ওয়ারফেজ মুক্তি পায়। সেসময় ব্যান্ডের সদস্য ছিল ৫ জন। তাদের মধ্যে এখন শুধু টিপু ও কমল এখনও ব্যান্ডের সঙ্গে আছেন। বাকি তিনজন সঞ্জয়, বাবনা ও রাসেল এখন আর ব্যান্ডের সঙ্গে নেই। বর্তমানে ওয়ারফেজের সদস্যসংখ্যা ৭। তারা হলেনÑ পলাশ (ভোকাল), কমল (লিড গিটার), টিপু (ড্রামস), রজার (বেস), শামস (কি-বোর্ড), সামির (লিড গিটার), সৌমেন (রিফ গিটার)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা