× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মাইটি আফরিন ইন দ্যা টাইম অব ফ্লাডস’ চলচ্চিত্রের নির্মাতা-কলাকুশলীদের সংবর্ধনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪ ১৬:৫০ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪ ১৭:২৫ পিএম

‘মাইটি আফরিন ইন দ্যা টাইম অব ফ্লাডস’ চলচ্চিত্রের নির্মাতা-কলাকুশলীদের সংবর্ধনা প্রদান করা হয়। প্রবা ফটো

‘মাইটি আফরিন ইন দ্যা টাইম অব ফ্লাডস’ চলচ্চিত্রের নির্মাতা-কলাকুশলীদের সংবর্ধনা প্রদান করা হয়। প্রবা ফটো

জলবায়ু পবির্তনের প্রভাবে সৃষ্ট বন্যায় বিপদাপন্ন কুড়িগ্রামের আফরিন ও তার পরিবারের জীবন সংগ্রামের কাহিনী নিয়ে চিত্রায়িত ‘মাইটি আফরিন ইন দ্যা টাইম অব ফ্লাডস’ চলচ্চিত্রের প্রযোজক, নির্মাতা ও কলাকুশলীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলার ওয়াসা ভবনের কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল ডিবেট ফেডারেশন ‘ডিবেট ফর ডেমোক্রেসি’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরন। সভাপতিত্ব করেন এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চলচ্চিত্রটির রাইটার, সিনেমাটোগ্রাফার ও ডিরেক্টর, গ্রিক নির্মাতা এ্যাঞ্জেলোস স্তাভ্রোস র‌্যালিস, এক্সিকিউটিভ প্রডিউসার ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হাফিজ উদ্দিন মুন্না, লিড অ্যাক্ট্রেস আফরিন খাতুন, ডিবেট ফর ডেমোক্রেসির পরিচালক ড. এস.এম মোর্শেদ, অভিনেতা বাদল শহীদ, সিনেমাটোগ্রাফার মাঝার রাজু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরন বলেন, ‘চলচ্চিত্রটির প্রধান চরিত্রে আফরিন খাতুন নামে যে এতিম মেয়েটি অভিনয় করেছে, তার রিয়েল লাইফের ঘটনা। আফরিন বর্তমানে ঢাকার একটি শেল্টাররুমে থাকছে। তার ভবিষ্যৎ ও লেখাপড়া নিশ্চিত করার লক্ষ্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ। আমাদের সমাজে জলবায়ুর ক্ষতিকর প্রভাবের কারণে বাস্তুচ্যুত হয়ে অনেক আফরিন ও তার পরিবার দুর্বিসহ জীবনযাপন করছে।’

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর যে পরিসংখ্যান আমরা পাই তা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিওর গবেষণা থেকে আসে। কিন্তু বাংলাদেশে সরকারিভাবে এ বিষয়ে কোনও তথ্য নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জলবায়ু ঝুঁকির কারণে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর ওপর দেশব্যাপী জরিপের উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই সেক্টরে বহুমাত্রিক সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।’

তিনি আরও বলেন, ‘জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পাওয়া বৈদেশিক সাহায্য এবং সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হওয়া অর্থের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিপূর্বে ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য যে সাহায্য এসেছে তা ব্যবহারে অস্বচ্ছতার অভিযোগ রয়েছে। তাই জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্তদের জন্য গঠিত তহবিল যাতে সঠিকভাবে ব্যবহার হয় তার ওপর গুরুত্ব দিতে হবে।’

‘মাইটি আফরিন ইন দ্যা টাইম অব ফ্লাডস’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কুড়িগ্রামের কালির আলগা চরের আফরিন নামের ১২ বছরের মা-বাবা হারানো একটি এতিম মেয়ে। কালির আলগা চরটি এখন নদীতে বিলীন হয়ে গেছে। এই চলচ্চিত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বন্যার ফলে বিপদাপন্ন আফরিন ও তার পরিবারের জীবন সংগ্রামের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা