× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে মুক্তি ফেব্রুয়ারিতে

জাপান যাচ্ছে রিকশা গার্ল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪ ১২:০০ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪ ১২:০৪ পিএম

জাপান যাচ্ছে রিকশা গার্ল

‘আয়নাবাজি’র পর অমিতাভ রেজা চৌধুরীর দ্বিতীয় ছবি ‘রিকশা গার্ল’। যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, কানাডাসহ কয়েকটি দেশে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। দেশের বাইরে বেশ কয়েকটি উৎসবে একাধিক পুরস্কার পেয়েছে। এবার জাপানের ওসাকা ফিল্ম ফেস্টিভ্যালে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে রিকশা গার্ল

জানা গেছে, জাপানের ওসাকা শহরে উৎসবটির ১৯তম আসর বসবে। আগামী ১ মার্চ শুরু হওয়া এ উৎসব চলবে ১০ মার্চ পর্যন্ত। গোটা উৎসবে দেশবিদেশের ১৯৭টি সিনেমা প্রদর্শিত হবে। উৎসবে বাংলাদেশ থেকে রিকশা গার্ল সিনেমার অংশগ্রহণের বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন নির্মাতা অমিতাভ রেজা। তিনি বলেন, ‘রিকশা গার্ল আমার নির্মিত দ্বিতীয় সিনেমা। এ সিনেমাটি নিয়ে আমি বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা উৎসবে ঘুরেছি। প্রশংসার পাশাপাশি পেয়েছি অসংখ্য পুরস্কার। বিশ্বের অনেক বাঘা বাঘা নির্মাতা সিনেমাটি নিয়ে তাদের মতামত জানিয়েছেন। যা ছিল আমার জন্য ভালোলাগার ও আনন্দের। এবার সিনেমাটি জাপানের ওসাকা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধত্ব করবে। ইতোমধ্যে সিলেকশন হয়ে গেছে। আমরা ফেব্রুয়ারির শেষের দিকে জাপানের উদ্দেশে রওনা দেব। আশা করি দেশের মানুষের জন্য সম্মান নিয়ে আসতে পারব।’

সিনেমাটি ইতোমধ্যে বিভিন্ন দেশের দর্শক দেখতে পেলেও বাংলাদেশের প্রেক্ষাগৃহে এখনও মুক্তির মুখ দেখেনি। তাই দেশে কবে মুক্তি পাবে রিকশা গার্লÑ জানতে চাইলে অমিতাভ রেজা বলেন, ‘এ বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা আমি আগেই জানিয়েছিলাম। সে পরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারির শেষ দিকে মুক্তি দিতে চাই। কারণ সামনে ঈদ। ঈদের আগেই দর্শককে আমি সিনেমাটি দেখাতে চাই। সে অনুযায়ী পরিকল্পনাও সাজিয়ে ফেলেছি। এবার আর তারিখ পেছানো হবে না। কারণ এ বছর আমার হাতে বেশ কিছু প্রজেক্ট রয়েছে যেগুলোর কাজ খুব শিগগিরই শুরু হবে।’

এ সময় নিজের নতুন প্রজেক্ট নিয়ে অমিতাভ রেজা আরও বলেন, ‘আমি হইচইয়ের একটি ওয়েব সিরিজের কাজ শুরু করব। সিরিজটির গল্প তৈরি হয়ে গেছে। নাম এখনও ঠিক হয়নি। সব জানাব দ্রুতই। এ ছাড়া সরকারি অনুদানের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছি। এর বিস্তারিত জানাতেও একটু সময় লাগবে। এসব কারণেই রিকশা গার্ল মুক্তি দিয়ে চাপ কমাতে চাই।’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে রিকশা গার্ল। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি বানিয়েছেন নির্মাতা। গল্পের মূল চরিত্র নাইমা নামে এক কিশোরী। সে ঘটনাক্রমে রিকশা চালানো পেশা হিসেবে গ্রহণ করে। চরিত্রে নাইমার ভূমিকায় অভিনয় করেন নভেরা রহমান। তার মায়ের চরিত্রে অভিনয় করেন মোমেনা চৌধুরী। এ ছাড়া আরও অভিনয় করেছেন চম্পা, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।

রিকশা গার্ল এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ‘প্রেসকট ফিল্ম ফেস্টিভ্যাল’, জার্মানির ‘শ্লিঙ্গেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’সহ বিভিন্ন দেশে পুরস্কৃত হয়েছে। এবার জাপান জয়ের পালা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা