× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা চলচ্চিত্র উৎসব

আজ দেখা যাবে সাবিত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ১৪:৪৪ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪ ১৫:০৩ পিএম

আজ দেখা যাবে সাবিত্রী

নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান সামনে রেখে ২০ জানুয়ারি শুরু হয়েছে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবের ১০ বিভাগে বাংলাদেশসহ ৭১ দেশের ২৫২টি চলচ্চিত্র দেখানো হবে। এর মধ্যে বেশ কিছু চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে চার দিনে। এসব সিনেমা উপভোগ করছে দর্শক।

সে ধারাবাহিকতায় আজ পঞ্চম দিনে দেখানো হবে দেশবিদেশের ৩৭টি সিনেমা। তার মধ্যে থাকছে বাংলাদেশি সিনেমাসাবিত্রী’।

মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ের কঠিন বাস্তবতা ঘিরে নির্মিত সিনেমা এটি। সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন পান্থ প্রসাদ। দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে সিনেমাটির। রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরামা বিভাগে প্রিমিয়ার হবে সাবিত্রীর।

সাবিত্রী নামে এক বীরাঙ্গনা, বীর মুক্তিযোদ্ধা চা শ্রমিককে কেন্দ্র করে এগিয়ে গেছে সিনেমার গল্প। ১৯৭১ সালে যুদ্ধের সময় অনিশ্চয়তার মুখে পড়েছিল সাবিত্রীর জীবন। তেমন স্বাধীন দেশে যখন যুদ্ধাপরাধের বিচার শুরু হয়, তখন তার সাক্ষী হতে গিয়ে সাবিত্রী তার যুদ্ধশিশু মঙ্গলকে টিকে থাকার জন্য প্রতিটি মুহূর্ত লড়াই করে যেতে হয়েছে। একাত্তর বর্তমান সময়ের মিশেলে সিনেমাটির গল্প লিখেছেন তুষার আবদুল্লাহ।

২৪ জানুয়ারি বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি অডিটরিয়ামে দেখানো হবে সিনেমাটি। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, অনন্ত হীরা, বৈশাখী ঘোষ, নার্গিস, সৈকত সিদ্দিকী, শাহরিয়ার বকুল, বৈদ্যনাথ সাহা, শ্যামল, আরতি প্রমুখ।

ছাড়া বাংলাদেশের নির্মাতা শরীফুল ইসলাম (শরীফ অনির্বাণ) পরিচালিত অলটারনেটিভ, মৃত্তিকা রাশেদের দ্বৈরথ, আলি তারেকের বোতলের পাস ফেল, মাসুদুর রহমানের দ্য স্ক্র্যাপ সিনেমাও প্রদর্শিত হবে আজ।

প্রসঙ্গত, উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিশেষ অতিথি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকার, ইরানি চলচ্চিত্র পরিচালক মাজিদ মাজিদি ভারতীয় অভিনয়শিল্পী শর্মিলা ঠাকুর। ২৮ জানুয়ারি উৎসবের পর্দা নামবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা