× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরবের অপেক্ষা...

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ১৫:৫৬ পিএম

নিরব

নিরব

গেল বছরটা বেশ জমজমাট ছিল নায়ক নিরবের জন্য। সিনেমা, নানা রকম শো নিয়ে ব্যস্ত ছিলেন। কোরবানি ঈদে বুবলীর সঙ্গে জুটি হয়ে ‘ক্যাসিনো’ সিনেমা দিয়ে তিনি বেশ প্রশংসা পেয়েছেন। সেই রেশ নিয়েই নতুন বছরটা শুরু করেছেন তিনি। শো করে মাতিয়ে এসেছেন আসাম। সেখানে দর্শকের কাছ থেকে পেয়েছেন হৃদয় দোলানো স্বাগত ও ভালোবাসা। এ যাত্রাতেও তার সঙ্গে ছিলেন বুবলী।

এবার অপু বিশ্বাসের সঙ্গে আসতে চলেছে নিরবের সিনেমা। সরকারি অনুদানে নির্মিত বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’ ছবির কাজ অনেক আগেই শেষ হয়েছে। সেন্সর থেকে অনুমতিও মিলেছে। অবশেষে জানা গেল, আগামী ২৬ জানুয়ারি সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। পরিচালক শিগগিরই এ সিনেমার প্রচারণা শুরু করবেন।

ছবিটি নিয়ে আশাবাদী নিরব। তিনি বলেন, ‘‘অনেক যত্ন নিয়ে আমি এই ছবির কাজ করেছি। প্রথমত এটি সরকারি অনুদানের ছবি। একটা দেশপ্রেমের আবেগ কাজ করেছে। তারপর ছবির গল্পটি চা-শ্রমিকদের নিয়ে। এ বিষয়টিও আমাকে দারুণ প্রেরণা দিয়েছে ভালো কাজের। আমরা তো সবুজ চা পাতা দেখে মুগ্ধ হই, চায়ের লিকারের সুগন্ধে তৃপ্ত হই। কিন্তু এই সবুজ আর সুগন্ধি চায়ের সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের জীবন সম্পর্কে কতটুকু জানি? সেই না জানা গল্পটা জানাবে ‘ছায়াবৃক্ষ’। আমার বিশ্বাস, সিনেমাটি ভালো লাগবে দর্শকদের। অনেক দিন হয়ে গেছে ছবিটির কাজ করেছি। অপেক্ষায় আছি মুক্তির।’’

এই সিনেমা দিয়ে অনেক দিন পর অপু বিশ্বাসের নায়ক হিসেবে হাজির হচ্ছেন নিরব। তিনি এ নিয়ে বলেন, ‘‘এটা দারুণ ব্যাপার। ক্যারিয়ারের শুরুতে আমরা কাজ করেছিলাম। মাঝে বেশ বড় বিরতি। আবারও ‘ছায়াবৃক্ষ’ আমাদের এক করেছে। খুব মজা করেই আমরা কাজ করেছি। অপু তার চরিত্রটি ফুটিয়ে তুলতে অনেক শ্রম দিয়েছেন।’’

২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পায় ‘ছায়াবৃক্ষ’। অনুপম কথাচিত্র প্রযোজিত এ সিনেমায় নিরব-অপু ছাড়াও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, ইকবাল বাবু, জাহিদ, বড়দা মিঠু, আজম খান প্রমুখ।

এদিকে চলতি বছরে বেশ কিছু সিনেমার শুটিং সারবেন নিরব। নতুন বছরের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘‘অপারেশন জ্যাকপট’ শেষ করেই অনন্য মামুন ভাইয়ের ‘স্পর্শ’ ছবিটির বাকি অংশের শুটিং করব। সামনে আরও কিছু ছবির কথা চলছে। এ বছর ইন্ডাস্ট্রিতে অনেক ছবি হবে। শুধু আমি নই, অন্যরাও ব্যস্ত সময় পার করবেন বলে আশা করি।’

তার মধ্যে বর্তমানে তিনি কাজ করছেন মুক্তিযুদ্ধের ছবি ‘অপারেশন জ্যাকপট’-এ। এ ছবিতে নিরবকে দেখা যাবে নৌবাহিনীর সৈনিক চরিত্রে। দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজীব কুমার পরিচালিত সিনেমাটিতে নিরবের সঙ্গে দেখা যাবে অনন্ত জলিল, ইলিয়াস কাঞ্চন, সোহেল রানা, আহমেদ শরীফ, ওমর সানি, নিপুণ, ইমনসহ একঝাঁক তারকাকে। এ বছরে সাঈফ চন্দন পরিচালিত ‘কয়লা’ ছবিরও শুটিং শেষ করবেন নিরব। এতে তার নায়িকা শবনম বুবলী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা