× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলোকিত সমাজের প্রত্যাশায়

শুরু হচ্ছে ঢাকা চলচ্চিত্র উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ১১:৪০ এএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪ ১১:৫১ এএম

শুরু হচ্ছে ঢাকা চলচ্চিত্র উৎসব

দেশ-বিদেশের চলচ্চিত্র ও এ অঙ্গনের মানুষদের নিয়ে ১৯৯২ সাল থেকে আয়োজিত হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এ উৎসব প্রথম দিকে বার্ষিক ভিত্তিতে অনুষ্ঠিত হতো। ১৯৯৫ সাল থেকে উৎসবটি দ্বিবার্ষিকভাবে আয়োজন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ- এই শ্লোগানে  আগামী ২০ জানুয়ারি পর্দা উঠবে দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গরা। তবে সেরা আকর্ষণ হিসেবে থাকবেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তার উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।

তিনি জানান, শর্মিলা ঠাকুরের পাশাপাশি এবারের উৎসব আলোকিত করতে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাস্টারক্লাসে অংশ নেবেন ইরানি নির্মাতা ও প্রযোজক মাজিদ মাজিদি, ভারতীয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত ও চীনের সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ার শি চুয়ান। চিলড্রেন অব হ্যাভেন, দ্য কালার অব প্যারাডাইস, বারানএর মতো আলোচিত সিনেমার নির্মাতা মাজিদ মাজিদি বাংলাদেশের দর্শকদের মধ্যেও দারুণ জনপ্রিয়। মাস্টারক্লাসে নিজের অভিজ্ঞতা ভাগাভাগির পাশাপাশি দর্শকদের গানও শোনাবেন অঞ্জন দত্ত। শি চুয়ান ম্যাকাউ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক, সাংহাই ফিল্ম জাদুঘরের কিউরেটর। পাশাপাশি সিনেমাও প্রযোজনা করেছেন তিনি।

আহমেদ মুজতবা জামাল জানান, গত ১ ডিসেম্বর থেকে নিবন্ধনের প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী ব্যক্তিরা নিবন্ধন করে মাস্টারক্লাসে অংশ নিতে পারবেন। আগামী ২৭ জানুয়ারি জাতীয় জাদুঘরের বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে অনুষ্ঠিত হবে মাস্টারক্লাস।

আয়োজকরা জানিয়েছেন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেশন বিভাগগুলোতে বাংলাদেশসহ ৭৪টি দেশের মোট ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও প্রধান মিলনায়তন, শিল্পকলা একাডেমির চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমিতে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। উৎসব চলাকালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সমালোচক, সাংবাদিক, বিভিন্ন দেশের দূতাবাসসমূহের গণ্যমান্য কর্মকর্তা, রেইনবো চলচ্চিত্র সংসদ, অন্যান্য চলচ্চিত্র সংসদের সদস্যসহ দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব উৎসবে অংশ নিয়ে দর্শকদের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।

আসরটি শুরু হবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ‘ফেরেশতে’ সিনেমা দিয়ে। এই উৎসবে প্রদর্শনীর মধ্য দিয়ে আলোর মুখ দেখতে যাচ্ছে ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের পরিচালিত সিনেমাটি। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত কণ্ঠে জয়া আহসান বলেন, ‘ফেরেশতে সিনেমাটি মানবিক মূল্যবোধ ও অনুভূতির মিশেলে তৈরি হয়েছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হতে যাচ্ছে জেনে ভালো লাগছে। বিশ্বের সিনেমাপ্রেমী ও সিনেমাবোদ্ধাদের মুগ্ধ করবে সিনেমাটি।

গত বছর ‘ফেরেশতে’র অফিসিয়াল পোস্টার প্রকাশ পায়। বাংলাদেশ ও ইরান দুই দেশেই ‘ফেরেশতে’ চলতি বছর মুক্তির সম্ভাবনা রয়েছে। এতে জয়া আহসানের সঙ্গে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, ফারুক সুমনসহ অনেকে। ‘এশিয়ান ফিল্ম কম্পিটিশন’ বিভাগে লড়বে সিনেমাটি। তাই ‘ফেরেশতে’ সিনেমার দিকে বাড়তি নজর থাকবে সবার।

এ ছাড়াও উৎসবে বাংলাদেশ প্যানোরমা ফুল লেন্থ সেকশন বিভাগের প্রথম সিনেমা হিসেবে ২০ জানুয়ারি প্রদর্শিত হবে শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সন্ধ্যা ৭টায় সিনেমাটি প্রদর্শিত হবে। ২১ জানুয়ারি একই ভেন্যুতে বিকাল ৫টায় প্রদর্শিত হবে ইফফাত জাহান মম পরিচালিত ‘মুনতাসির’ সিনেমাটি। ২২ জানুয়ারি জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে রাইসুল ইসলাম অনিক পরিচালিত চলচ্চিত্র ‘ইতি চিত্রা’। একই দিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দেখানো হবে মানিক মানবিক নির্মিত সিনেমা ‘আজব ছেলে’। ২৩ জানুয়ারি সন্ধ্যা ৭টায় একই মিলনায়তনে প্রদর্শিত হবে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’। সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ইমতিয়াজ হোসেন পরিচালিত সিনেমা ‘জাস্ট আ জোক ডার্লিং’। ২৪ জানুয়ারি একই সময়ে দেখানো হবে পান্থ প্রসাদের পরিচালনায় ‘সাবিত্রী’। তুষার আবদুল্লাহর গল্পে এর কাহিনী এগিয়েছে সাবিত্রী নামের এক চা-শ্রমিককে কেন্দ্র করে। যিনি মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের লাঞ্ছনার শিকার হয়েছিলেন। এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন নার্গিস, অনন্ত হিরা, সৈকত সিদ্দিকী, রোকেয়া প্রাচী, বৈশাখী ঘোষসহ অনেকে। ২৫ জানুয়ারি সন্ধ্যায় দেখানো হবে ওয়ালিদ আহমেদ নির্মিত ‘মেঘের কপাট’। ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে সৈয়দা নিগার বানু পরিচালিত ‘নোনা পানি’। একই দিন সন্ধ্যায় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হবে হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’। ২৬ জানুয়ারি বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রদর্শিত হবে হাবিবুর রহমান পরিচালিত চলচ্চিত্র ‘ইছামতী’।

আগামী ২১-২২ জানুয়ারি দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে চলচ্চিত্রে নারীর ভূমিকা বিষয়ক ‘দশম আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকার্স কনফারেন্স’ নাকা ক্লাবের স্যামসন লাউবের তৃতীয় তলায় অনুষ্ঠিত হবে। উক্ত কর্মশালায় দেশি-বিদেশি নারী চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের নারী নির্মাতাগণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

এ ছাড়া উৎসবের অংশ হিসেবে ২৩-২৬ জানুয়ারি অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে আয়োজন করা হয়েছে দেশীয় চলচ্চিত্রের সঙ্গে আন্তর্জাতিক চলচ্চিত্রকারদের ভাবনার মিথস্ক্রিয়ামূলক চার দিনব্যাপী অনুষ্ঠান ‘ওয়েস্ট মিট ইস্ট : চিত্রনাট্য প্রতিযোগিতা’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা