× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন নায়িকার ‘বড়ে মিয়া ছোটে মিয়া’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ১০:২৪ এএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪ ১০:৩২ এএম

সংগৃহীত

সংগৃহীত

যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছেবড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমা। রোজার ঈদে বড়পর্দায় সিনেমাটি মুক্তি পাবে। এতে অক্ষয়ের সঙ্গে প্রথমবার অভিনয় করতে দেখা যাবে টাইগার শ্রফকে। ছাড়া তারকানির্ভর সিনেমায় অভিনয় করতে দেখা যাবে তিনজন অভিনেত্রীকে।

সিনেমায় প্রধান দুই অভিনেত্রীর চরিত্রে অভিনয় করবেন সোনাক্ষী সিনহা মানুষী চিল্লার। দুজনই আর্মি অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। ছাড়া মডেল অভিনেত্রী আলায়া এফকে দেখা যাবের’-এর এজেন্টের চরিত্রে।

বড়ে মিয়া ছোটে মিয়া লিখেছেন এবং পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। প্রযোজনা করেছেন বাশু ভগনানি, দীপশিখা দেশমুখ, হিমাংশু কিষান মেহরা। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন মালয়ালম থ্রিলার কিং পৃথ্বীরাজ সুকুমারান। তিন নায়িকা নিয়ে সিনেমাটির পরিকল্পনা প্রসঙ্গে সম্প্রতি পরিচালক জাফর বলিউড বাবলকে বলেন, ‘বড়ে মিয়া ছোটে মিয়ার গল্পটি খুব ফাস্ট হবে। সিনেমার পুরোটা সময় টানটান উত্তেজনা অনুভব করবে দর্শক। সে কারণে প্রতিটি চরিত্রই সমানভাবে গুরুত্ব দিয়ে তুলে ধরতে চাই।

নারী চরিত্রগুলো আকর্ষণীয় করতে আমরা তারকাদের বেছে নিয়েছি। হলিউডে যেমনটা হয়। এক সিনেমায় অনেক অভিনেত্রী অভিনয় করেও সবাই আলাদা নজর কাড়েন। আমাদের সিনেমায়ও সবাই আলাদা নজর কাড়বেন বলে আমরা আশাবাদী।’

বছরের প্রথম সপ্তাহে বড়ে মিয়া ছোটে মিয়ার টিজার মুক্তি দেওয়া হয়। টিজারে অক্ষয় টাইগারের কেমিস্ট্রি দর্শককে মুগ্ধ করেছে। মাসের শেষ দিকে সিনেমার দুটি গান মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা জাফর।

ছাড়া ভারতের প্রজাতন্ত্র দিবসে বড়ে মিয়া ছোটে মিয়ার ট্রেলার মুক্তি পেতে পারে বলেও নিশ্চিত করেন নির্মাতা।

সিনেমাটি ১৯৯৮ সালে মুক্তি পাওয়া অমিতাভ বচ্চন গোবিন্দরবড়ে মিয়া ছোটে মিয়া’ নামকরণে নির্মাণ করা হলেও এর গল্প আলাদা। আসছে ১০ এপ্রিল ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে সিনেমা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা