× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০০ কোটি ভিউ ছাড়ালো ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের নতুন সংস্করণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ১৯:৫৯ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪ ২০:০৯ পিএম

১০০ কোটি ভিউ ছাড়ালো ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের নতুন সংস্করণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে টিম জয় বাংলার একদল তরুণ শিল্পীর উদ্যোগে বানানো ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের নতুন সংস্করণ সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

সামাজিকমাধ্যমে এরই মধ্যে গানটির ভিউ ছাড়িয়েছে একশ’ কোটি। সংশ্লিষ্টরা বলছেন, জনপ্রিয়তা এবং ভিউ বিবেচনায় নির্বাচনী প্রচারে গানের ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ড করেছে গানটির নতুন সংস্করণ।

গত ১৮ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজারের ভিশন ২০২১ টাওয়ার-১ (সফটওয়্যার টেকনোলজি পার্ক)-এর দ্বিতীয় তলার কনফারেন্স রুমে গানটির উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও গানটির প্রযোজক এবং গীতিকার তৌহিদ হোসেন।

নির্বাচনের সময় সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ফ্ল্যাশমব, রিল, শর্টস আকারে অসংখ্যবার পোস্ট হয়েছে এ গানটি। শুধু টিকটকেই গানটি ব্যবহার করে দেড় লাখের বেশি ভিডিও বানিয়ে আপলোড করা হয়েছে, যা কোটি কোটি দর্শকের কাছে পৌঁছেছে। আর ফেসবুকে এ গানটির ভিউ হয়েছে ২৫ কোটিরও বেশি। জনপ্রিয় সংবাদ মাধ্যম, শীর্ষস্থানীয় টেলিভিশনসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলেও গানটি প্রকাশের পর ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। কিছু কিছু চ্যানেলের ভিডিও প্রায় কোটিবার দেখা হয়েছে।

এ ছাড়া গানটি ব্যবহার করে ব্যক্তিগত ফেসবুক ও ইউটিউবে অসংখ্য ভিডিও বানিয়ে আপলোড করা হয়েছে, যার সবগুলোই সাড়া ফেলেছে দর্শকমহলে। দেশের গণ্ডি পেরিয়ে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানটি বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে গাওয়া হয়েছে এবং বিভিন্নভাবে ভিডিও তৈরি হয়েছে। নির্বাচনের বাইরেও বিয়ে ও সামাজিক অনুষ্ঠানসহ বিভিন্ন উৎসব-আয়োজনেও জনপ্রিয় ছিল গানটি। সব মিলিয়ে নতুন সংস্করণের ভিউ ছাড়িয়েছে একশ’ কোটি। প্রতিনিয়ত বেড়েই চলেছে ভিউর সংখ্যা।

গানটির গীতিকার ও প্রযোজক তৌহিদ হোসেন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচারে গানটি দারুণ সাড়া ফেলবে, এটি ভাবনায় ছিল আমাদের। তবে ভাবতেই অবাক লাগে, মাত্র দুই মাসেরও কম সময়ে গানটি অতিক্রম করেছে একশ’ কোটির বেশি ভিউ, যা নির্বাচনী গানের ক্ষেত্রে রীতিমতো বিশ্বরেকর্ড। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে গানটি নির্মাণ করা হয়েছে। একদল উদ্যমী তরুণকে নিয়ে তৈরি করা গানটি গতবারের মতো এবারও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেছি। বিভিন্ন অনুষ্ঠানে গানটির সঙ্গে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী নিজেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন, যা আমাদের জন্য অন্যতম বড় একটি প্রাপ্তি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গানটির প্রথম সংস্করণ ব্যাপক সাড়া ফেলে। প্রবল জনপ্রিয়তা পায় সারা দেশে। পরবর্তী সময়ে উপজেলা নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন, উপনির্বাচনসহ সব নির্বাচনেও গানটির জনপ্রিয়তা ছিল সর্বোচ্চ। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের গেল পাঁচ বছরের উন্নয়ন অগ্রযাত্রাকে তুলে ধরে গানটির নতুন সংস্করণ তৈরি করে ‘টিম জয় বাংলা’র একদল তরুণ শিল্পী। এবারের আয়োজনেও গানের গীতিকার ও প্রযোজক হিসেবে ছিলেন তৌহিদ হোসেন। সুর ও কণ্ঠ দিয়েছেন, সরোয়ার ও জিএম আশরাফ। সংগীতায়োজন করেছেন ডিজে তনু ও এলএমজি বিটস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা