× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৪ নাট্যকর্মী পাচ্ছেন এথিক সম্মাননা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ১৭:৫৭ পিএম

১৪ নাট্যকর্মী পাচ্ছেন এথিক সম্মাননা

মঞ্চ নাটকে তরুণ নাট্য কর্মীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে বিগত দুই বছরের ধারাবাহিকতায় এবার ঢাকা মহানগরীর বিভিন্ন নাট্য সংগঠনের ১৫ জন প্রতিভাবান তরুণ নাট্য কর্মীকে ‘এথিক তারুণ্য সম্মাননা’ ২০২৪ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তারা হলেন- নূরে খোদা মাসুক সিদ্দিক (থিয়েটার), রাজীব আহমেদ (নাট্যকেন্দ্র), মাশরুবা বিনতে মোশাররফ (লোকনাট্য দল), সালমান লিমন (দেশ নাটক), স্বাতী ভদ্র (প্রাচ্যনাট), ইউশা আনতারা প্রপা (থিয়েটার আরামবাগ), নূরুজ্জামান সরকার (অনুস্বর), সঞ্জয় গোস্বামী (বাতিঘর)।

তালিকায় আরও আছেন শেউতী শীন শাহগুফতা (বটতলা), মো: শরীফুল ইসলাম (পদাতিক নাট্যসংসদ), অর্ক অপু (স্বপ্নদল), সামিউল আলম জীবন (মহাকাল নাট্যসম্প্রদায়) আশিউল ইসলাম (চারুনীড়ম), ইন্দ্রাণী ঘটক (থিয়েটার আর্ট ইউনিট) এবং সুধাংশু নাথ (লোকনাট্য দল বনানী)।

২০২২ সালে ‘এথিক’ এই পুরস্কার প্রবর্তণ করে। ১৯ জানুয়ারি শুক্রবার বিকেলে বেইলি রোডস্থ মহিলা সমিতি মিলনায়তনে এবারের পুরস্কার প্রদান করা হবে। মঞ্চ সারথী আতাউর রহমান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান নাট্যজন লাকী ইনাম, নাট্য অনুবাদক অধ্যাপক আব্দুস সেলিম অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

শেষ পর্বে এথিকের নতুন নাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’ মঞ্চস্থ হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা