× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুরু হয়েছে সেলিম আল দীন উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ১৪:০৪ পিএম

শুরু হয়েছে সেলিম আল দীন উৎসব

দেশের নাট্যাচার্য সেলিম আল দীনের ১৬তম প্রয়াণবার্ষিকী ১৪ জানুয়ারি। এ উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল আজ ও আগামীকাল (১৩ ও ১৪ জানুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব ২০২৪’। 

এবার উৎসবটির ২৯তম আসর বসেছে। স্লোগান ঠিক করা হয়েছে, ‘বাংলা নাট্য অদ্য কেবল নিজ ভূগোলে নয়, শিল্পসুধায় পথবর্তায় সর্বজগৎময়’। 

উৎসবের প্রথম দিন শনিবার বিকেল সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় স্টুডিও থিয়েটারে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র ১০৫ ও ১০৬তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। 

দ্বিতীয় প্রদর্শনীর আগে উৎসব উদ্বোধন করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এবং চার নাট্যদলের দলপ্রধান অলোক বসু (থিয়েটার ফ্যাক্টরি), মোহাম্মদ আলী হায়দার (বটতলা), আসাদুল ইসলাম (ম্যাড থিয়েটার) ও আইরিন পারভীন লোপা (নাট্যম রেপার্টরি)। সমাপনী দিন রোববার সন্ধ্যা ৬টা ও সাড়ে ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে উইলিয়াম শেকসপিয়রের রচনা অবলম্বনে জুয়েনা শবনমের কাহিনি পুনর্বিন্যাসে ব্যতিক্রমী মূকনাট্য (মাইমোড্রামা) ‘ম্যাকবেথ’-এর ১১ ও ১২তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 

এ ছাড়া এদিন সকাল ১০টায় থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরনো কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণশোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা