× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ মঞ্চে উঠবেন ফেরদৌসী মজুমদার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ১৩:২৪ পিএম

আজ মঞ্চে উঠবেন ফেরদৌসী মজুমদার

বাংলাদেশের মঞ্চনাটকের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। টিভিনাটক ও সিনেমায়ও তিনি অনবদ্য। তার বহু চরিত্র দর্শক মনে রেখেছে। আজকাল টিভিনাটক ও সিনেমায় দেখা যায় না তাকে। তবে গল্প ভালো লাগলে মাঝেমধ্যে মঞ্চে ওঠেন সংলাপ নিয়ে।

গেল নভেম্বরে একটি নাটকে অভিনয় করেছিলেন আর নতুন বছরে আজ প্রথমবার মঞ্চে উঠছেন তিনি। ‘আগন্তুক নাট্য প্রযোজনা-৩’-এর ‘একগুচ্ছ গল্প’র ‘ধূসর’ নাটকে অভিনয় করবেন। একই সময়ে আরও যে পাঁচটি নাটক মঞ্চস্থ হবে সেগুলো হচ্ছে পরিচয়, স্বজাতি, লুকোচুরি, সময় ও নির্ভয়। নাটকগুলো রচনা করেছেন তাহ্নীনা ইসলাম এবং নির্দেশনা দিচ্ছেন ত্রপা মজুমদার, আজাদ আবুল কালাম ও পান্থ শাহরিয়ার।

আজ ১৩ জানুয়ারি শনিবার বিকাল ৫টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দুটি পর্বে একগুচ্ছ গল্প মঞ্চস্থ হবে রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেরদৌসী মজুমদারের মেয়ে অভিনেত্রী, নির্দেশক ত্রপা মজুমদার। ফেরদৌসী মজুমদার বলেন, ‘মঞ্চের প্রতি আমার অন্যরকম ভালোলাগা, এটা কিন্তু সব সময়ই আমি বলে এসেছি। মঞ্চই আমার সত্যিকারের ভালোবাসা। মঞ্চ কখনোই ছাড়িনি। মঞ্চের সঙ্গে কখনো আপস করিনি। অনেক কাজ ছেড়েছি মঞ্চের জন্য। সবার আগে মঞ্চকে প্রাধান্য দিয়েছি। এখনও তাই। এটা আমার কমিটমেন্টÑ মঞ্চ সবার আগে। আর কিছু করি না করি, মঞ্চে কাজ করবই। একগুচ্ছ গল্পর ধূসর নাটকে অভিনয় করছি। এজন্য গেল ১০ ও ১১ জানুয়ারি আমি সময়মতো রিহার্সেলেও অংশ নিয়েছি। ভালো লাগে মঞ্চে দাঁড়াতে, অভিনয় করতে। অন্যরকম অনুপ্রেরণা পাই। দর্শক এখনও যখন আমার অভিনয় দেখতে হলে আসেন প্রশান্তি কাজ করে। দর্শকের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা রইল। সেই সঙ্গে একগুচ্ছ গল্পে সম্পৃক্ত সবার প্রতি দোয়া, ভালোবাসা।’ একগুচ্ছ গল্পর জন্য টিকিট পাওয়া যাবে আজ বিকাল থেকে ভেন্যুতে। টিকিটের মূল্য ৫০০, ৩০০ ও ২০০ টাকা।

নভেম্বরে ত্রপা মজুমদারেরই নির্দেশনায় ফেরদৌসী মজুমদার থিয়েটারের নতুন নাটক ‘লাভ লেটারস’-এ অভিনয় করেন। ফেরদৌসী মজুমদার সর্বশেষ বিপ্লব সরকারের ‘আগন্তুক’ সিনেমায় অভিনয় করেছেন। এটি গেল অক্টোবরে কোরিয়ার বুসানে এশিয়ার মর্যাদাপূর্ণ বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে প্রদর্শিত হয়। চলচ্চিত্রটি ২০১৯-২০২০ সালে বাংলাদেশ সরকারের অনুদান লাভ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা