× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশে সেরা হওয়ার দৌড়ে জয়া ও ফারিণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ১২:৪৪ পিএম

বিদেশে সেরা হওয়ার দৌড়ে জয়া ও ফারিণ

১৪ জানুয়ারি কলকাতায় বসবে সিনেমা সমাবর্তনের অষ্টম আসর। সেখানে সেরা অভিনেত্রী হিসেবে দুই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের দুই অভিনেত্রী। তারা হলেন জয়া আহসান তাসনিয়া ফারিণ। দুজনই খবরে বেশ উচ্ছ্বসিত।

‘অর্ধাঙ্গিনী’ সিনেমার জন্য সেরা সহশিল্পী (নারী) বিভাগে জায়গা করে নিয়েছেন জয়া। বিভাগে আরও আছেন মমতা শঙ্কর (পালান), অনন্যা সেন (দিলখুশ) অনিন্দিতা বোস (আরও এক পৃথিবী) গত বছর থেকেই সময়টা ভালো যাচ্ছে জয়ার। টালিউডে অর্ধাঙ্গিনী দশম অবতার সিনেমায় সাফল্য, বলিউডে অভিষেক, গোয়ায় অনুষ্ঠিত ইফিতে চার সিনেমার প্রদর্শনী, দেশে পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারÑ সব মিলিয়ে জয়ার বৃহস্পতি তুঙ্গে। এবার নতুন বছরের শুরুতেই সেরা সহশিল্পীর মনোনয়ন পেলেন অভিনেত্রী।

অন্যদিকে টালিউডেরআরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয় বাংলাদেশের তাসনিয়া ফারিণের। গত বছরের ফেব্রুয়ারি মুক্তির পর সিনেমায় প্রশংসিত হয় ফারিণের অভিনয়। প্রথম সিনেমা দিয়েই সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন ফারিণ। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিতসিনেমার সমাবর্তন’ অ্যাওয়ার্ডে সেরা প্রতিশ্রুতিশীল অভিনেত্রী বিভাগে (মোস্ট প্রমিজিং অ্যাক্টর ফিমেল) জায়গা করে নিয়েছেন তিনি। একই বিভাগে ফারিণের সঙ্গেদিলখুশ’ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছেন ঐশ্বরিয়া সেন।

আরও এক পৃথিবী বানিয়েছেন অতনু ঘোষ। এতে প্রতীক্ষা চরিত্রে অভিনয় করেছেন ফারিণ। মেয়েটির ১১ বছরের অভিযাত্রার গল্প এটি। গল্পে প্রতীক্ষা নিজের প্রকৃত পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ায়। এসকে মুভিজ প্রযোজিত সিনেমায় ফারিণের সঙ্গে অভিনয় করছেন কৌশিক গাঙ্গুলী অনিন্দিতা বোস। সিনেমার সমাবর্তন অ্যাওয়ার্ডে তারাও পেয়েছেন সেরা সহশিল্পীর মনোনয়ন। ছাড়া আরও এক পৃথিবী সিনেমা থেকে সেরা গীতিকারের মনোনয়ন পেয়েছেন অনির্বাণ মুখার্জি।

নিজের প্রথম সিনেমা বলেই আরও এক পৃথিবীর প্রতি ফারিণের আবেগটা অন্য রকম। তিনি বলেন, ‘অধীর অপেক্ষায় ছিলাম নিজেকে বড়পর্দায় দেখার। কলকাতার সিনেমাটি দিয়ে সে প্রতীক্ষার অবসান হয়েছে। খুব সাড়া পেয়েছি সিনেমাটির জন্য। এবার সেখানে সেরাদের মনোনয়নের তালিকায় নিজের নামটি দেখে আনন্দ হচ্ছে।’

কলকাতায় সিনেমা সমাবর্তনে সেরা সিনেমার মনোনয়ন তালিকায় আছে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতমায়ার জঞ্জাল’ও। এতে অভিনয় করেছেন বাংলাদেশের অপি করিম সোহেল মণ্ডল। ইন্দ্রনীল রায়চৌধুরীর সঙ্গে সিনেমাটি প্রযোজনা করেছেন জসীম উদ্দিন আহমেদ। সিনেমার জন্য সেরা পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন ইন্দ্রনীল রায়চৌধুরী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা