× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বধূসাজে গিটার বাজানোর স্বপ্ন পূরণ করেছি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ১০:৪৩ এএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪ ১০:৪৫ এএম

নাফিসা খানম নিতু

নাফিসা খানম নিতু

পেশায় তিনি একজন অ্যাডভোকেট। নিয়মিত মামলা-মোকদ্দমা নিয়ে তার কাজ। তিনি নাফিসা খানম নিতু। পেশার জন্য আইনকানুন নিয়ে ব্যস্ত হলেও হৃদয় তার গিটারের তালে দোলে। একজন নারী গিটারিস্ট হিসেবে বেশ পরিচিত নিতু। সম্প্রতি বিয়ে করেছেন। বিয়ের আসরে বধূসাজে গিটার বাজিয়ে সবাইকে চমকে দিয়েছেন। তাকে নিয়ে লিখেছেন মহিউদ্দিন মাহিÑ

 

জীবনের নতুন ইনিংসের জন্য অভিনন্দন। বিয়ে বর বিষয়ে কিছু বলুনÑ

ধন্যবাদ। জানুয়ারি বিয়ে করেছি। বর বেসরকারি চাকরি করছেন। নতুন পরিবার নিয়ে ব্যস্ত সময় পার করছি। দোয়া করবেন আমাদের নতুন জীবনের প্রতিটি মুহূর্ত যেন আনন্দে কাটে।

 

সম্প্রতি আপনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিয়ের আসরে বধূসাজে গিটার বাজাচ্ছেনÑ

হ্যাঁ, ভিডিওটি আমার পেজে জানুয়ারি শেয়ার করি। আমি একজন গিটারিস্ট হিসেবে স্বপ্ন ছিল বিয়ের আসরে বধূসাজে গিটার বাজাব। সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি খুবই আনন্দিত বিষয়টি নিয়ে। ভিডিওটি ফেসবুকে দিয়েছিলাম নিজের ইচ্ছেপূরণের আনন্দ থেকেই। এটি ছড়িয়ে গেছে। সবাই প্রশংসা করছেন দেখে ভালো লাগছে।

 

শ্বশুরবাড়ির লোকজন ব্যাপারটি কীভাবে দেখছেন?

তারা আমার পরিচয় আগে থেকেই জানতেন। আমাকে যখন প্রথম দেখতে আসেন তখনই আমার কাছে গিটার বজানো শুনতে চেয়েছিলেন। আমার যেমন স্বপ্ন ছিল বউয়ের সাজে গিটার বাজানোর, তেমন তাদেরও আবদার ছিল এটা। এজন্যই অনেক বেশি আনন্দ নিয়ে বাজিয়েছি।

 

গান বাছাইয়ে কোনো রহস্য আছে?

না, ক্রিস্টিনা পেরির ‌‘ থাউজ্যান্ড ইয়ারস’ গানের সুর বাজিয়েছি আমি। গানটি আমার আমার বরের পছন্দ। তাই ভাবলাম এটাই বাজাই।

 

ওকালতির পাশাপাশি গিটারচর্চায় সমস্যা হয় না?

একটা আমার পেশা, আরেকটা ভালোলাগা। পেশা শুরুর আগে থেকেই আমি গিটারের সঙ্গে যুক্ত। চট্টগ্রামে একটি দল তৈরি করেছি আমরা কয়েকজন মিলে। অবসর সুযোগ হলে সেই দলের সঙ্গে বাজাই।

 

দেশের কোনো বড় ব্যান্ডের হয়ে গিটার বাজানোর স্বপ্ন দেখেন?

আপাতত আমাদের ব্যান্ডটি নিয়ে কাজ করছি। ব্যান্ডের নাম এখনও ঘোষণা করা হয়নি। আশা করি বছরের মাঝামাঝি সবার কাছে নতুন গান নিয়ে আমরা আসতে পারব। এর পাশাপাশি কোনো ব্যান্ড যদি আমাকে সুযোগ দেয়, যোগ্য মনে করে তাহলে অবশ্যই তাদের সঙ্গে বাজাতে আগ্রহী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা