প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪ ০০:৪৪ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪ ১১:১৪ এএম
নাট্যকার মাসুম রেজার গল্পে মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নজরুল ইসলাম রাজুর পরিচালনায় মাছরাঙা টিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘চার চক্কর’। এতে রিজুক চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল আর এলিনা চরিত্রে মিম চৌধুরী।
তাদের সঙ্গে কিছুদিন আগেই পাপিয়া চরিত্রে যুক্ত হয়েছেন এ প্রজন্মের অভিনেত্রী সামিয়া নাহি। বিষয়টি নিশ্চিত করেছেন নাহি নিজেই। বলেন, ‘চার চক্কর নাটকে আমার চরিত্রের নাম পাপিয়া। আমার কাছে চরিত্রটি ভালো লেগেছে। যে কারণে এ ধারাবাহিকে সম্পৃক্ত হওয়া। মারজুক ভাইসহ আরও যারা আছেন সবার সঙ্গেই আমার কাজ করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে চার চক্কর শুধু একটি ধারাবাহিকই নয়, একটি পরিবারও বটে। সবাই মিলে একই পরিবারের মতো কাজ করছি। আমার কাছে সময়টা বেশ উপভোগ্য মনে হয়েছে।’
মিম চৌধুরী বলেন, ‘এ সময়ে আমার করা উল্লেখযোগ্য ধারাবাহিকের মধ্যে চার চক্কর অন্যতম। আমার চরিত্রের নাম এলিনা। এ চরিত্রের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তা ছাড়া চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। যে কারণে এতে অভিনয় করেও ভালো লাগছে। আর যখন সহশিল্পী হিসেবে মারজুক ভাই থাকেন সময় কীভাবে চলে যায় কাজ করতে করতে টেরই পাওয়া যায় না।’
এদিকে সামিয়া নাহি এনটিভিতে প্রচারচলতি সাগর জাহানের ‘ভালোবাসার অলিগলি’ এবং আরটিভিতে সঞ্জিত সরকারের ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ ধারাবাহিকে অভিনয় করছেন। এ ছাড়া এরই মধ্যে তার অভিনীত ‘প্রেমিকার অভিশাপ’ নাটকটি ইউটিউবে তিন সপ্তাহ আগে প্রকাশিত হয়েছে। মিম চৌধুরী জানান, ৯ ও ১০ জানুয়ারি মানিকগঞ্জে ‘জাদুনগর’ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেবেন। এর পরই চার চক্করের শুটিং করবেন।