× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনন্দ আড্ডায় চার তারকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৯ পিএম

আনন্দ আড্ডায় চার তারকা

বছরজুড়েই নানান আনন্দ আড্ডায় প্রায়ই মেতে ওঠেন তারকারা। কখনও কারও জন্মদিনে, কখনও কারও বিবাহবার্ষিকী আবার কখনও কোনো তারকার সন্তানের জন্মদিন ঘিরে চলে মিলনমেলার আয়োজন। তেমনই এক জমজমাট আড্ডায় মেতে উঠেছিলেন চার অভিনেত্রী।

তারা হলেন মুনিরা ইউসুফ মেমী, তানভীন সুইটি, শাহনাজ খুশী, দীপা খন্দকার। ছিলেন আরও অনেকে। রাজধানীর বনানীতে অভিনেত্রী শামীমা তুষ্টির বাসায় বসেছিল গল্প-গানের আয়োজনটি। সন্ধ্যা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত সেই আড্ডা চলে।

তানভীন সুইটি বলেন, ‘আমরা শিল্পীরা যে একটি পরিবার তা বিভিন্ন দিবসে বেশি স্পষ্ট হয়ে ওঠে। কারণ যার যত ব্যস্ততাই থাকুক, কোনো নিমন্ত্রণ আমরা সাধারণত মিস করি না। তুষ্টির বাসায় আমাদের সবার দাওয়াত ছিল। আমরা চেষ্টা করেছি তার নিমন্ত্রণে উপস্থিত হতে, সময় কাটাতে। সবাই মিলে প্রাণবন্ত আড্ডায় মেতে উঠেছিলাম। সবার সঙ্গে দেখা হয়েও ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা, আমাদের একে অন্যের প্রতি যে আন্তরিকতা তা ভীষণ মুগ্ধ করেছে আমাকে।’

মুনিরা ইউসুফ মেমী বলেন, ‘ ধরনের আড্ডায় অংশ নিতে বেশ ভালো লাগে। ধন্যবাদ যারা এমন আয়োজনে অংশগ্রহণ করেছেন, সময়টাকে উপভোগ্য করে তুলেছেন।’

দীপা খন্দকার বলেন, ‘বছর শেষে এমন আড্ডায় অংশ নিতে বেশ ভালো লাগে। কারণ বাচ্চাদের স্কুলের কার্যক্রম শেষ হয়ে যায়, তেমন কোনো চাপ থাকে না। বাচ্চারাও সময়টা বেশ উপভোগ করে। আমরাও ভীষণ উপভোগ করি। ধরনের আয়োজন প্রতি মাসে একবার হলেও কিন্তু মন্দ হয় না। সুইটি আপা, খুশী আপা, মেমী আপাসহ সবার সঙ্গে এক আড্ডায় দেখা হয়ে ভালো লেগেছে। আগামী বছরেও ধারা অব্যাহত থাকুক আমাদের মধ্যে, আমাদের মধ্যে এমন আন্তরিকতাও অব্যাহত থাকুকÑএটাই কামনা থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা