× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিন্সেস ডায়ানাকে বিয়ে করতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন!

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২ ১৬:০৭ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২২ ১৬:৩৪ পিএম

প্রিন্সেস ডায়ানাকে বিয়ে করতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন!

প্রিন্সেস ডায়ানার সঙ্গে প্রয়াত কিংবদন্তি শিল্পী মাইকেল জ্যাকসনের প্রেমের সর্ম্পক ছিল কি না, তা নিয়ে একটা সময় বিস্তর লেখালেখি হয়েছে। তবে বেশিরভাগ গুঞ্জন ধোপে টেকেনি পর্যাপ্ত প্রমাণের অভাবে। এবার মাইকেল জ্যাকসনের ছেলে প্রিন্স জ্যাকসন বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। জানালেন, একটা সময় প্রিন্সেসের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন ‘এমজে’। শুধু তাই নয়, ডায়ানাকে বিয়েও করতে চেয়েছিলেন তিনি।

সম্প্রতি একটি ব্রিটিশ গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘বাবার সঙ্গে ডায়ানাকে জুড়ে অনেক গুঞ্জন ছিল। প্রিন্সেসের প্রতি তার আকর্ষণ যে কারোরই চোখ এড়ায়নি। সে সময় বাবাকে দেখে মনে হতো তিনি গভীর প্রেমে ডুবে আছেন। তিনি সত্যি প্রিন্সেসকে ভীষণ পছন্দ করতেন। একটা সময় বিয়েও করতে চেয়েছিলেন। তবে সবকিছু তার ভাবনামতো হয়নি।’

এদিকে ২০১৭ সালেও মাইকেল জ্যাকসনের দেহরক্ষী ম্যাট ফিডেস দাবি করেন, প্রিন্সেসকে বিয়ে করতে চেয়ছিলেন জ্যাকসন। শুধু তাই নয়, ১৯৮৮ সালের জুলাইয়ের ১৬ তারিখে জ্যাকসনের একটি কনসার্টে হাজির হয়েছিলেন প্রিন্সেস ডায়ানা। সে সময় অনেক ডলারের বিনিময়ে জ্যাকসন তাকে নিজের কেনস্টিংটন প্যালেসে যাওয়ার অনুরোধ জানান।

প্রিন্সেস ডায়ানার সঙ্গে মাইকেল জ্যাকসনের অনেক ঘটনা মিডিয়া অঙ্গনে এখনও চর্চিত বিষয়। জ্যাকসনের অন্যতম জনপ্রিয় গান ডার্টি ডায়ানা। কিন্তু সে গানটিই একটি কনসার্টে বাতিল করেছিলেন খোদ মাইকেল জ্যাকসন। ১৯৮৮ সালে উম্বলি স্টেডিয়ামের সে কনসার্টে এসেছিলেন ডায়ানা। মাইকেলের মনে হয়েছিল গানটি প্রিন্সেসের জন্য অসম্মানজনক হবে। তাই গানটি তিনি পারফরম্যান্স লিস্ট থেকে বাতিল করেন। মাইকেলের একটি পুরোনো সাক্ষাৎকার থেকে এ তথ্য পাওয়া যায়।

লন্ডনে মাইকেলের এ কনসার্ট নিয়ে সে সময় তুমুল উদ্দীপনা তৈরি হয়েছিল। সেখানে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন প্রিন্স অব ওয়েলস ও তার স্ত্রী। ১৯৯৭ সালে বারবারা ওয়াল্টার্সের সঙ্গে সাক্ষাৎকারে সে স্মৃতি রোমন্থন করেছিলেন মাইকেল। তিনি বলেন, ডায়ানা চাইছিলেন জ্যাকসন গানটি পারফর্ম করুক। তিনি জানতে চাইলেন, ‘তুমি কি আজ ডার্টি ডায়ানা পারফর্ম করবে?’ মাইকেল বলেছিলেন, ‘না, আমি তোমার সম্মানে গানটি আজকের তালিকা থেকে বাদ দিয়েছি।’ বারবারা ওয়াল্টার্সের সঙ্গে সাক্ষাৎকারে মাইকেল বলেন, ‘আমি ওই গানটি বাতিল করেছিলাম তাই শেষ মুহূর্তে যুক্ত করা আর সম্ভব ছিল না।’

মাইকেল জ্যাকসন সে দিনটির কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ডায়ানার সঙ্গে কথোপকথন চলাকালে চার্লস সেখানে এসেছিলেন। তিনি জিজ্ঞাসা করেন, ‘কী নিয়ে কথা বলছ তোমরা?’ ডায়ানা তাকে সরাসরি জবাব না দিয়ে পাশ কাটাতে বললেন, ‘আরে না, তেমন কিছু না।’

এমনিতে মাইকেল জ্যাকসন ও ডায়ানা ভালো বন্ধু ছিলেন বলে সবাই জানে। তবে তা যে শুধু বন্ধুত্বের মধ্যে আবদ্ধ ছিল না, তা প্রিন্স জ্যাকসনের কথায় স্পষ্ট হয়।


প্রবা/এসএস/জেও




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা