× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গানে গানে ১৩ বছর, অনুপম বললেন, ‘দুর্দান্ত এক সফর’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৬:৪০ পিএম

গানে গানে ১৩ বছর, অনুপম বললেন, ‘দুর্দান্ত এক সফর’

প্রকাশ হচ্ছে কলকাতার নন্দিত গায়ক, সুরকার ও সংগীত পরিচালক অনুপম রায়ের গাওয়া নতুন গান। তারই তৈরি ‘বাউন্ডুলে ঘুড়ি’ গানের নতুন ভার্সন এটি। ২৪ ডিসেম্বর সেই গান মুক্তি পাওয়ার আগে গায়ক স্মরণ করলেন তার পথচলার নানা স্মৃতি।

অরিজিৎ এবং শ্রেয়ার গাওয়া গানটির থেকে সংগীত পরিচালকের এই আসন্ন সোলো গানটি কতটা আলাদা জিজ্ঞেস করতেই অনুপম জানালেন, 'অনেকটাই। চিন্তা ভাবনার ক্ষেত্রে বেশ ফারাক আছে। দশম অবতারের জন্য যখন বাউন্ডুলে ঘুড়ি বানাই তখন জানতাম এটা শ্রেয়া আর অরিজিৎ গাইবে। ভিজ্যুয়ালে দেখানো হবে জয়া আর অনির্বাণের চরিত্রের প্রেম। ফলে সেই গানে একটা কথোপকথনের জায়গা তৈরি হয়েছিল। এতে সেটা নেই।’

তিনি এই প্রসঙ্গে আরও জানান, ‘আমি এসভিএফকে জিজ্ঞেস করেছিলাম যে এই গানটিও ডুয়েট রাখব কিনা। ওরা যখন জানায় যে এটা আমি একা গাইব তখন বেশ কিছু শব্দ পাল্টাতে হয়েছে, দৈর্ঘ্যেও ছোট হয়েছে গানটা। এমনকি শুরুতে শ্রেয়ার কণ্ঠে যে হামিং আছে সেটাও ইনস্ট্রুমেন্ট দিয়ে করার চেষ্টা করছি। আসলে পরীক্ষায় খাতা জমা দেওয়ার পর মনে হয় না ইশ, এখানে এটা করলে আরও ভালো হতো, ওটা করলে হতো। এক্ষেত্রেও তাই হয়েছে, আগে যেগুলো করা যেতে পারত সেগুলো এখানে করেছি।’

সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গেই প্রথম কাজ। তারপর কেটে গেল ১৩ বছর। নতুন গান ও নতুন বছরকে বরণের আগে সেই পথচলার কথা বলতে গিয়ে অনুপম বলেন, ‘সত্যি বলতে দুর্দান্ত একটা সফর। সৃজিতদার হাত ধরেই আমার এই ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়। আজ ১৩ বছরে আমার সৃজিতদার সঙ্গে করা দশম ছবি হল দশম অবতার। একটা অন্যরকম অভিজ্ঞতা পুরো। আসলে কী বলুন তো উনি গান পছন্দ করেন, ভালোবাসেন। ছবিতে গানটা সুন্দর করে ব্যবহার করেন। তাই কাজ করতেও খুব ভালো লাগে।’

অনেক সময়ই আপনার অনেক গানের লিরিক্স নিয়ে ট্রোল হয়েছে, সেটা নিয়ে কী মত? জবাবে এই গায়ক বলেন, ‘দেখুন আমি একটা কথা ভেবে লিখি, তারপর সেটা যখন শ্রোতারা শোনেন তারা সেটা নিজেদের মতো করে বোঝেন। এই সময় বিষয়টা আর শিল্পীর হাতে থাকে না। আমার কাজ গানটা বানানো পর্যন্তই। এরপর সেটা শুনে যার যা মনে হয় সেটাই তার কাছে ঠিক, সেখানে আমার হাত নেই। আবার আমি কী ভেবে গানটা বানিয়েছি সেখানেও অন্য কারও কিছু বলার নেই।’

গেল দুর্গা পূজার সময় মুক্তি পেয়েছিল ‘দশম অবতার’ সিনেমাটি। সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত, জয়া আহসান, প্রমুখ। এ ছবিরই সুপারহিট গান বাউন্ডুলে ঘুড়ি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা