× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহরুখকে নিয়ে সিনেমা বানাতে কেন ২০ বছর লাগল হিরানির?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৯ পিএম

শাহরুখকে নিয়ে সিনেমা বানাতে কেন ২০ বছর লাগল হিরানির?

শাহরুখের সঙ্গে কাজ করার জন্য ২০ বছর অপেক্ষা করেছিলেন রাজকুমার হিরানি। অবশেষে তাদের কাজ হলো। ‌‘ডানকি’ নামের ছবিতে এক হয়েছেন তারা। কিন্তু কেন এই ২০ বছর লেগে গেল তাদের একসঙ্গে কাজ করতে গিয়ে?

সেই গল্প হিরানি নিজেই জানালেন। সেইসঙ্গে তিনি জানালেন শাহরুখ খানের উদ্যম, রোমান্টিকতায় তিনি সবসময়ই মুগ্ধ।

রাজকুমার জানিয়েছেন, ‘আমার মনে আছে আমি তখন একটি ফিল্ম স্কুলে পড়তাম। আর প্রতিটি পরিচালকের প্রথম এবং মূল সমস্যা থাকে যে আমি আমার প্রথম ছবি কীভাবে বানাবো? আমি কি আমার ছবির জন্য প্রযোজক পাবো? কোনও অভিনেতা কি আমার সঙ্গে কাজ করতে আগ্রহী হবেন? তো সেই সময় আমরা কমন রুমে বসে টিভি দেখতাম। তখন সেখানেই সার্কাস নামক একটি সিরিয়াল দেখি। তখন ওর নাম পর্যন্ত জানতাম না, কিন্তু একটা সিন, সেটার অ্যাঙ্গেল থেকে খুঁটিনাটি সবটা মনে আছে, ওটা দেখে এতটাই মুগ্ধ হই যে ঠিক করি ওর সঙ্গে ছবি বানাবো। আমার দুই বছর লাগে সেখান থেকে পাশ করে বেরোতে আর ততদিন শাহরুখ একজন বড় স্টার হয়ে যায়। তাই আমায় ২০ বছর অপেক্ষা করতে হল ওর সঙ্গে ছবি বানানোর জন্য।’

শোনা যায়, হিরানি তার মুন্না ভাই এমবিবিএস, থ্রি ইডিয়টস ও পিকে বানানোর আগে শাহরুখ খানকেই চেয়েছিলেন মূল অভিনেতা হিসেবে। চিত্রনাট্যও পাঠিয়েছিলেন। কিন্তু ব্যাটে বলে হয়ে উঠেনি। অবশেষে তারা কাজ করলেন।

শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে হিরানি বলেন, ‘আমি ওর চার্মে মুগ্ধ। ও যখন শট দিত আমি আই মাস্ক পরে নিতাম। কানে হেডফোন লাগাতাম। আমার কোনো অ্যাসিস্টেন্ট যখন বলতো যে স্যার শট হয়ে গিয়েছে তখন আমি আবার চোখ খুলতাম।' (হাসি) 'না না মজা করলাম। উনি খুবই ভালো অভিনেতা। তার থেকেও ভালো মানুষ।’

ডানকি ছবিতে শাহরুখ খান ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, অনিল গ্রোভার, প্রমুখ। ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। হার্ডি সিং এবং তার বন্ধুরা ডানকি পদ্ধতিতে কীভাবে বিদেশ যায় তারপর তাদের সঙ্গে কী হয় সে নিয়েই এই ছবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা