প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৫:৪২ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৪ পিএম
বলিউড বাদশাহ শাহরুখ খান নিজের ক্যারিয়ারের অন্যতম একটি সিনেমা নিয়ে হাজির হয়েছেন। এ ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো তিনি কাজ করেছেন নন্দিত নির্মাতা রাজকুমার হিরানীর সঙ্গে। অনেক প্রত্যাশা ছিল। তবে ‘ডানকি’ যে শাহরুখের আগের দুটো ছবির মতো দর্শকদের মধ্যে প্রভাব ফেলতে পারেনি এ কথা স্পষ্ট।
জওয়ান প্রথম দিন বা মুক্তি পাওয়ার পর যেভাবে ব্যবসা করছিল সেটার ধারপাশ দিয়ে যাচ্ছে না ডানকি। তবুও উইকএন্ড আসতে খানিকটা বাড়ল আয়ের গ্রাফ। তৃতীয় দিনে বক্স অফিসে শাহরুখ খানের ছবি ২৬ কোটি টাকা আয় করল।
ডানকি এবং সালার এক দিন আগে পরে মুক্তি পেয়েছে। কিন্তু প্রভাসের ছবির কাছে অনেকটাই যেন ফিকে শাহরুখ ম্যাজিক। একদিকে প্রভাসের ছবি দুদিনেই প্রায় ২০০ কোটি টাকা আয় করে ফেলেছে। এদিকে ডানকি ১০০ কোটির ঘরে ঢুকার জন্য ছুটছে।
তবে আশার কথা হলো বাড়ছে ডানকির আয়ের পরিমাণ। ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, তৃতীয় দিন শাহরুখের ডানকি বক্স অফিসে ২৬ কোটি টাকা আয় করেছে। প্রথম দুদিন এটি যথাক্রমে ২৯.২ এবং ২০.১২ কোটি টাকা আয় করেছে। ফলে এখন সব মিলিয়ে ডাঙ্কির আয় গিয়ে দাঁড়িয়েছে ৭৫.৩২ কোটি টাকায়।
ডানকি ছবিতে শাহরুখ খান ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, অনিল গ্রোভার, প্রমুখ।
২১ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিতে হার্ডি সিং এবং তার বন্ধুরা ডানকি পদ্ধতিতে কীভাবে বিদেশ যায় নিজেদের স্বপ্নপূরণ করার আশায়, তারপর তাদের সঙ্গে কী হয় সে নিয়েই এই ছবি।