প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৩:২৭ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৩:৫০ পিএম
গীতিকার বাপ্পী খানের কথা এবং সাহিদুল হাসান অনির মিউজিকে সিরাজী বাব্বু নিজের সুরে গাইলেন 'শত হাজার মাইল' গান। গানটি অনি মিউজিক প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে।
এর আগে অনির সুর ও মিউজিকে আসিফ আকবর, মুহিন, সুজন আরিফের মতো শিল্পীরা গান করেছেন।
নতুন এ গান প্রসঙ্গে গীতিকার বাপ্পী খান বলেন, 'আমার এক বন্ধুর প্রেম বিচ্ছেদের পর তার প্রাক্তন প্রেমিকা চলে যায় দেশ ছেড়ে প্রায় সাত হাজার আটশ পচাত্তর মাইল দূরে, অ্যামেরিকার নিউ ইয়র্ক শহরে। এ ঘটনা নিয়েই লেখা গানটি। অনির সুন্দর মিউজিক ও বাব্বুর সুর গায়কীতে গানটি সবার নজর কাড়বে বলে আমার বিশ্বাস।'
শিল্পী সিরাজী বাব্বুর ভাষ্য, 'দূরত্ব আর ব্যবধান এর মধ্যে যে পার্থক্য আছে, তা এই "সাত হাজার মাইল" গানটির মধ্যে লুকিয়ে আছে। গানটির কথা, সুর, সংগীত ও গায়কী শুনলে আমাদের প্রিয় শ্রোতাদের ভালো লাগবে। শ্রোতাদের সাড়া পেলে, আমরা এমন আরও সমৃদ্ধ ও সুন্দর গান উপহার দিতে পারব।'
সুরকার ও সংগীত পরিচালক অনি বলেন, 'অনেক সময় নিয়ে গানটির সঙ্গীত করেছি। গানের কথা, সুর ও গায়কী অনেক ভালো হয়েছে। শ্রোতাদের মনে গানটি জায়গা করে নিবে বলে আমি আশাবাদী।'