প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ০৯:৩৪ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৪:৪১ পিএম
বাংলাদেশের চলচ্চিত্রে একসময়ের জনপ্রিয় নায়ক আমিন খান। রোমান্টিক, অ্যাকশনসহ বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন তিনি। বর্তমানে অভিনয়ে নিয়মিত নন। করপোরেট ব্যস্ততা ও সংসার নিয়েই কাটে সময়।
এই অভিনেতার জন্মদিন আজ। সব সময়ের মতো এবারের জন্মদিনও পরিবারের সঙ্গেই উদ্যাপন করবেন তিনি। আমিন খানের সহধর্মিণী স্নিগ্ধা খান নানা আয়োজন রেখেছেন স্বামীর জন্য। স্নিগ্ধা বলেন, ‘আমিনের এবারের জন্মদিন পারিবারিকভাবেই উদ্যাপন করা হবে। আমিই মূলত এবারের আয়োজন করছি। আমাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠরা উপস্থিত হবেন। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাদের ভালো রাখেন, সুস্থ রাখেন।’
নিজের জন্মদিন প্রসঙ্গে আমিন খান বলেন, ‘সত্যি বলতে আমি কখনও বিরাট পরিসরে জন্মদিন উদ্যাপন করি না। একটি দিন উপলক্ষ করে নিজের কাছের মানুষের সঙ্গে সময় কাটানো, আনন্দ ভাগাভাগি করে নেওয়া, এইতো। আর এবার এ আয়োজনের পুরোটারই দায়িত্ব নিয়েছেন আমার স্ত্রী। স্নিগ্ধা আমার জীবনের পূর্ণতা। আমার জীবনকে সুন্দরভাবে গোছানো, পরিপাটি করে দেওয়ার ক্ষেত্রে তার অনেক ভূমিকা রয়েছে। এমন জীবনসঙ্গিনী পেয়ে সত্যিই আমি ধন্য। জন্মদিনে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন।’
বিএফডিসির নতুন মুখের সন্ধানে আয়োজনের মাধ্যমে সিনেমা দুনিয়ার সঙ্গে আমিন খানের সম্পৃক্ততা। মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ সিনেমার মধ্য দিয়ে তার অভিষেক। ১৯৯৩ থেকে আজ অবধি বহু হিট ও প্রশংসিত সিনেমায় তিনি কাজ করেছেন। তার মধ্যে হৃদয় আমার, হৃদয় থেকে হৃদয়, দুনিয়ার বাদশাহ, শয়তান মানুষ, জনম জনম, আমার মা, মনের মতো মন, রাঙ্গা বউ, সাগরিকা, তোমার আমার প্রেম, কে আমার বাবা, লাভ ইন সিঙ্গাপুর, মগের মুল্লুক, কঠিন বাস্তব, ঠেকাও মাস্তান, লাল দরিয়া, পিতার আসন, হীরা চুনি পান্না, সমাধি, মুখোমুখি, বোনের জন্য যুদ্ধ, উত্তেজিত, ও আমার দেশের মাটি, অবতার, দুদু মিয়া ইত্যাদি উল্লেখযোগ্য।
আমিন খানের ভাষ্যমতে তিনি এখন পর্যন্ত ১৭৩টি সিনেমায় অভিনয় করেছেন। নানান সময়ে বিভিন্ন সিনেমায় তার বিপরীতে মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমা, ঋতুপর্ণাসহ অনেকেই অভিনয় করেছেন। আমিন খান অভিনীত সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়।