প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ০০:৩৮ এএম
সময়ের জনপ্রিয় দুই তারকা তৌসিফ মাহবুব ও তটিনী। জুটি বেঁধে বেশ কিছু নাটক তারা উপহার দিয়েছেন। যার মধ্যে ‘শেষ ঘুম’, ‘ও আমায় ভালোবাসেনি’, ‘শর্টকাট লাভ স্টোরি’ উল্লেখযোগ্য। এবার তারা আরও একবার এক হলেন নতুন নাটকে। কেএম সোহাগ রানা তৌসিফ-তটিনীকে নিয়ে নির্মাণ করেছেন ‘বিষয়টা ভালোবাসার’ নামে নাটক।
নাটকটি রচনা করেছেন আরিহা চৌধুরী। এরই মধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘মাশা আল্লাহ তটিনী শুরু থেকেই খুব ভালো করছে। তার সঙ্গে কাজ করাটা উপভোগ করি আমি। আমাদের কিছু নাটক এরই মধ্যে দর্শক পছন্দ করেছেন। আশা করি নতুন নাটকটিও ভালো লাগবে সবার। আর সোহাগও যত্ন নিয়ে নাটক নির্মাণের চেষ্টা করেন। এ নাটকটির ক্ষেত্রেও তা-ই হয়েছে।’
তটিনী বলেন, ‘তৌসিফ ভাই খুব ভালো একজন সহশিল্পী। খুবই সহযোগিতাপরায়ণ। রোমান্টিক গল্পগুলোয় আমি নিজেও তার ভক্ত। তার সঙ্গে জুটি হয়ে কাজ করতে ভালো লাগে। বিষয়টি ভালোবাসার নাটকের গল্পটাও দারুণ। দর্শক খুব সহজেই এর সঙ্গে নিজের অনুভূতি খুঁজে পাবেন।’
নাটকটির নির্বাহী প্রযোজক মো. আবু বকর রোকন জানান, নাটকটি শিগগিরই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে।