প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৬:২২ পিএম
মিঠুন চক্রবর্তী অভিনীত ‘কাবুলিওয়ালা’ শীতের ছুটিতে মুক্তির অপেক্ষায়। সে ছবিতে একদমই চেনা আমেজের বাইরে দেখা যাবে এই অভিনেতাকে। বেশ আলোচনা চলছে সে ছবি নিয়ে।
শোনা যাচ্ছে, বর্ষিয়ান অভিনেতা খুব জলদি চেনা ছকে ফিরছেন। ‘ফাটাকেষ্ট’, ‘সন্ত্রাস’, ‘টাইগার’, ‘গুরু’ দিয়ে দর্শকের মনে অ্যাকশন হিরো হয়ে আছেন মিঠুন। আবারও সেই আমেজে অ্যাকশন ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি।
ছবি পরিচালনা করবেন রাজ চক্রবর্তী। আর প্রযোজনা করবে এসভিএফ। অনুমান করাই যায়, বেশ বড় বাজেটেই আসতে চলেছে এই সিনেমা।
বহুদিন একসঙ্গে কাজ করেননি রাজ চক্রবর্তী আর এসভিএফ। ২০১৭ সালে ‘বলো দুগ্গা মাঈকী’ ছিল তাদের একসঙ্গে শেষ কাজ। এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এই সিনেমার কাজ। প্রাথমিকভাবে গল্প শোনানো হয়েছে মিঠুনকে। তার পছন্দও হয়েছে।
আপাতত চলছে চিত্রনাট্য লেখার কাজ। আর চিত্রনাট্য হাতে না পেলে, সামান্য হলেও সংশয় থেকেই যাচ্ছে মিঠুনের মনে।
এদিকে আরও একটা সমস্যা হলো সামনেই লোকসভা ভোট। বিজেপির সঙ্গে যুক্ত মিঠুন বহুদিন ধরেই। তাই লোকসভা ভোটের প্রাক্কালে ব্যস্তটা বাড়বে স্বাভাবিকভাবেই। তাই ডেট পাওয়াও একটা বড় সমস্যা হতে পারে। তবে এই প্রজেক্ট নিয়ে সকলেই আশাবাদী।
গত বছর প্রজাপতি জড়িয়েছিল বড় বিতর্কে। ছবি নন্দনে হল না পাওয়ায় নিন্দুকদের অনেকেই দাবি করেছিলেন, ‘বিজেপির মিঠুন’ থাকাতেই নাকি ছবিকে নন্দনে ঢুকতে দেয়নি রাজ্য সরকার। বিশেষ করে দেবেরই একটা টুইট ঘি-এর মতো কাজ করেছিল বিতর্কে।
এমনকী, কুণাল ঘোষ সেই সময় দাবি করেছিলেন প্রজাপতি আরও ভালো হত মিঠুনকে না নেওয়া হলে। আশা করা যায়, রাজ-মিঠুনের যুগলববন্দিতে এরকম কোনো অবাঞ্ছিত পরিস্থিতি আর তৈরি হবে না।
রাজের এ ছবি ছাড়াও সোহমের প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবিতে কাজ করার কথা চলছে মিঠুনের।