প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৫:৫০ পিএম
দশ বছর আগে শুরু হয় ‘রাজা গোলাম’ সিনেমার কাজ। এতে নায়ক হিসেবে আছেন কাজী মারুফ। তবে সে ছবির কাজ শেষ হয়নি। মধ্যপথে আটকে যায়।
জানা গেছে, বিরতি কাটিয়ে আবার সেই সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। পরিবর্তন হচ্ছে গল্প ও পরিচালক। বিদ্যুতের পরিবর্তে এখন ছবিটি নতুন করে পরিচালনা করবেন কাজী হায়াৎ।
ইতিমধ্যে নতুন করে সিনেমাটির গানের রেকর্ডিং করা হয়েছে।
জানা গেছে, সিনেমাটিতে নায়িকা হিসেবে পরীমনিকে চাইছেন মারুফ। এরই মধ্যে নাকি পরীর সঙ্গে কথা বলেছেন মারুফ।
বর্তমানে মারুফ আমেরিকা রয়েছেন। জানুয়ারিতে দেশে ফিরবেন এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সিনেমার শুটিং করতে চান। এ ব্যাপারে তিনি বলেন, ‘রাজা গোলাম’ সিনেমাটি নিয়ে আমার অনেক দিনের স্বপ্ন। নিজের মতো করে গল্প তৈরি করেছিলাম। তখন কাজটি শেষ করতে পারিনি। এবার সব গুছিয়ে তবে শুটিং শুরু করব। তখন গান তৈরি করেছিলাম। তবে সময়ের চাহিদার কারণে নতুন করে গান করছি। গল্পেও কিছুটা পরিবর্তন এনেছি বাবাকে দিয়ে লিখিয়ে। দেশে ফিরেই পরীমনিকে চুক্তিবদ্ধ করব।’
এদিকে দশ বছর আগে শুরু হয়ে থেমে যাওয়া সিনেমাটিতে পরীমনি কাজ করতে রাজি হবেন কি না সে নিয়ে সংশয় রয়েছে। সেইসঙ্গে বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত আছেন পরী। সেসবের ভিড়ে নতুন সিনেমাটির জন্য শিডিউল দিতে পারবেন কি না সেটিও নিশ্চিত নয়।