যেমন গেল ২০২৩
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ০০:২৫ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১১:১৮ এএম
ভিন্নধর্মী নির্মাণ দিয়ে দেশ ও দেশের বাইরে অনেক আগেই সুনাম কুড়িয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বছরজুড়ে তিনিও ছিলেন আলোচনায়। তবে বেশি আলোচনার জন্ম দেয় তার শনিবার বিকেল সিনেমাটি।
এটি বিদেশের মাটিতে মুক্তি পেলেও দেশের প্রেক্ষাগৃহে এখনও মুক্তির অনুমতি মেলেনি, যা নিয়ে ফারুকী নিজের সমাজমাধ্যমে বেশ কিছু আলোচিত স্ট্যাটাস দিয়ে সংবাদের শিরোনাম হন। এ ছাড়া এ বছর নিজের পরিচালনায় অভিনয়েও অভিষেক হয় তার। সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি ওয়েব ফিল্ম দিয়ে অভিনয়ে নাম লেখান তিনি। এ সিরিজে অভিনেত্রী তিশার বিপরীতে অভিনয় করতে দেখা যায় তাকে। ডিজিটাল প্ল্যাটফর্মে সিরিজটি দর্শকের কাছে বেশ ভালোই প্রশংসিত হয়।
এদিকে ফারুকী ২০২৪ সালের কাজের পরিকল্পনা ইতোমধ্যে প্রকাশ করেছেন। ২০২৪-এর শুরুতে তার নির্মাণে আরও একটি ওয়েব ফিল্ম দর্শককে উপহার দিতে যাচ্ছেন, যার শিরোনাম লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামি। এ সিরিজেও চমক হিসেবে থাকছেন সংগীতশিল্পী জেফার রহমান। অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিষেক হবে তার।