প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৬:৪৮ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৯ পিএম
অভিনেত্রী শাবনূর
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। অনেকটা গোপনে অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি দেশে ফেরেন। রবিবার (১৭ ডিসেম্বর) অভিনেত্রী ৪৪ পেরিয়ে ৪৫ এ পা রাখেন। নিজের জন্মদিনটি স্মরণীয় করে রাখতে এদিন ভক্তদেরও সুখবর দেন। এদিন নতুন সিনেমা ‘মাতাল হাওয়া’-এর ঘোষণা দেওয়া হয়। যেখানে শাবনূরের সঙ্গে জুটি বাঁধবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।
জন্মদিনের বিশেষ দিনটি কাটিয়ে সোমবার সকালে একটি ফ্লাইটে নিজ গ্রামের বাড়ি যশোরের উদ্দেশে উড়াল দেন এই নায়িকা। সেখানে নিকটাত্মীয়দের সঙ্গে সময় কাটাবেন। ফিরবেন চলতি মাসের ২৮ তারিখ। প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন শাবনূরের একাধিক ঘনিষ্ঠ সূত্র।
এর মধ্যে নতুন সিনেমার অনুশীলনেও অংশ নিয়েছেন এই চিত্রনায়িকা। তবে ক্যামেরার সামনে দাঁড়াতে আরও কিছু দিন লাগবে। নতুন সিনেমার নির্মাতা চয়নিকা চৌধুরীর কাছ থেকে তিন মাসের সময়ও চেয়েছেন শাবনূর। এ তিন মাসের মধ্যে নিজের ফিটনেস ঠিক করে ক্যামেরার সামনে দাঁড়াবেন।
শাবনূরের এবারের ঢাকা সফর তিন মাসের মতো। আগামী বছর ফেব্রুয়ারিতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন। তাও মাত্র ১৫ দিনের জন্য। মার্চের শুরুর দিকে আবার ঢাকায় আসবেন। এরপর ২০২৪ সালের মার্চে মাতাল হাওয়ার শুটিংয়ে অংশ নেবেন।