যেমন গেল ২০২৩
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৬ পিএম
চলচ্চিত্র নির্মাতা হিমেল আশরাফ। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র সুলতানা বিবিয়ানা। ২০১৭ সালে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাপ্পি-আঁচল অভিনীত সিনেমাটি সেসময় ব্যবসার পাশাপাশি দর্শকদের কাছেও ব্যাপক প্রশংসিত হয়। এরপর দীর্ঘ বিরতি নিয়ে ২০২৩ সালে দ্বিতীয় সিনেমা প্রিয়তমা নির্মাণ করেন।
২০২৩ সালের কোরবানি ঈদে মুক্তি পাওয়া এই সিনেমা এখন দেশের ইতিহাসে সর্বোচ্চ আয়ের চলচ্চিত্র। আরশাদ আদনানের প্রযোজনায়
রোমান্টিক-অ্যাকশন ধাঁচের ছবিটির কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। ছবিটিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ। এই সিনেমার রেশ কাটতে না কাটতেই নির্মাতা শাকিব খান ও হলিউড অভিনেত্রী কোর্টনি কফিকে নিয়ে আরও একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। সিনেমার নাম ‘রাজকুমার’। সিনেমাটি ২০২৪ সালে ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।