প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ২৩:৩৫ পিএম
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বাণিজ্যিক ধারার সিনেমা দিয়ে যাত্রা হলেও নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন বহুমাত্রিক চরিত্রের অভিনেত্রী হিসেবে। ভালো গল্প ও আকর্ষণীয় গল্পকে প্রাধান্য দিয়ে তিনি নন্দিত হয়েছেন দুই বাংলায়। কলকাতার এই অভিনেত্রী কাজ করেছেন বাংলাদেশের সিনেমাতেও। শাকিব খানের বিপরীতে ‘সবার উপরে তুমি’ দিয়ে ঢালিউডে যাত্রা করেন। ১৫ বছর পর আবারও ঢালিউডে ফিরছেন তিনি। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন কামরুল রিফাত পরিচালিত ‘ওয়ান ইলেভেন’ সিনেমায়।
তার শুটিং শুরু হওয়ার আগে এলো আরও এক নতুন খবর। স্বস্তিকা মুখার্জি জুটি বাঁধতে চলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে। তাদের দেখা যাবে ‘দম’ ছবিতে। এটি নির্মাণ করছেন রেদওয়ান রনি। এমনই গুঞ্জন উড়ে বেড়াচ্ছে সিনেমাপাড়ায়।
বাংলাদেশের প্রতিষ্ঠান আলফা আই ও চরকি এবং ভারতের এসভিএফ ফিল্মস সিনেমাটি নির্মাণের ঘোষণা দিয়েছে। সম্প্রতি বেশ ঘটা করেই হয়েছে এর ঘোষণা অনুষ্ঠান। সেখানে ছবির নাম ও অভিনেতা চঞ্চলের নাম জানানো হলেও গোপন রাখা হয়েছে নায়িকা কে হবেন সে বিষয়টি।
এদিকে বেশ কিছু সূত্র নিশ্চিত করেছে এ ছবিতে চঞ্চলের বিপরীতে অভিনয় করবেন স্বস্তিকা। বিষয়টি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতা চুপ থাকলেও প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে কথা হয় স্বস্তিকা মুখার্জির মুখপাত্র সৃষ্টি ব্যানার্জির সঙ্গে। তিনি জানান, দম ছবিতে কাজের বিষয়ে স্বস্তিকার সঙ্গে কথা হয়েছে। তবে তার পক্ষ থেকে এখনও বিষয়টি চূড়ান্ত করা হয়নি। সবকিছু ব্যাটে বলে মিললে এই ছবিতে থাকবেন স্বস্তিকা। দ্রুত আসবেন ঢাকাতেও। সৃষ্টির ভাষ্য, ‘বিষয়টি এখনও আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।’
নতুন এই সিনেমায় যে বড় ধরনের চমক থাকবে, সে বিষয়ে আগেই নিশ্চিত করেছিলেন নির্মাতা রনি। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে এর গল্প। রনি বলেন, ‘সত্য ঘটনা আমাকে সব সময় অনুপ্রাণিত করে। অনেক বছর পর চলচ্চিত্র নির্মাণের ক্ষুধা মেটানোর জন্য এমন একটি গল্পই আমাকে তাড়া করছিল। গল্পে দেখা যাবে সাধারণ মানুষের ভয়াবহ মানসিক শক্তি তাকে যেকোনো ভয়ংকর বিপদ থেকে বাঁচিয়ে তুলতে পারে নিমেষেই। দম চলচ্চিত্রে এই গল্পটাই বলার চেষ্টা করব আমি।’
এর আগে বেশকিছু যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল। সিনেমাগুলো দুই বাংলাতেই প্রশংসিত হয়। এবার আরও একটি যৌথ প্রযোজনায় দেখা যাবে তাকে। নতুন সিনেমা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে চঞ্চল চৌধুরী বলেন, ‘রনির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটা অনেক দিনের। সে একসময় নিয়মিত নির্মাণ করেছে। এবারের সিনেমার গল্প যখন রনি আমাকে শুনিয়েছে তখন আমি অবাক হয়েছি। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জের। সেই সঙ্গে অনেক আয়োজন ও বিগ ক্যানভাসের সিনেমা দম। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে একই সঙ্গে চরকি, এসভিএফ, আলফার মতো বড় প্রযোজনা প্রতিষ্ঠান আমাদের এই সিনেমার সঙ্গে আছে। এটি দুই বাংলা মিলিয়ে নতুন কোনো দিগন্তের সূচনা করবে।’
সবকিছু ঠিক হলে স্বস্তিকার সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধতে দেখা যাবে চঞ্চলকে। দুজনই তাদের ক্যারিয়ারের সেরা সময়ে আছেন।