× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় শাস্ত্রীয় সংগীতসন্ধ্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩ ০৬:২২ এএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩ ১০:৫১ এএম

নওগাঁয় শাস্ত্রীয় সংগীতসন্ধ্যা

বৃষ্টিস্নাত সন্ধ্যা মুখর হয়ে ওঠে শাস্ত্রীয় সংগীতের সুরলহরিতে। প্রয়াত সুরসাধক মোমিনুল হক ভুটি স্মরণে নওগাঁয় শাস্ত্রীয় সংগীতের এ আয়োজন করে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ।

শহরের কৃষ্ণ ধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৭ ডিসেম্বর  সন্ধ্যায় এ আসরের  আয়োজন করা হয়।

সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগত কথনের মধ্য দিয়ে আসরের সূচনা হয়। বক্তব্য দেন একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আবদুল বারী ও সাধারণ সম্পাদক মোস্তফা আল মেহমুদ। প্রয়াত সুরসাধক ও ভাষাসংগ্রামী মোমিনুল হক ভুটির জীবনী পাঠ করেন একুশে পরিষদের সংস্কৃতি বিষয়ক সম্পাদক রণজিৎ কুমার পাল।

সংগীতশিল্পী বিপুল কুমারের অনুষ্ঠান পরিকল্পনা ও নির্দেশনা এবং বাচিক শিল্পী রফিকুদ্দৌলা রাব্বীর সঞ্চালনায় আসরে রাগাশ্রয়ী খেয়াল ও সংগীত পরিবেশন করেন শিল্পী যতন কুমার পাল, আলমগীর পারভেজ সুমন, অর্চনা প্রামাণিক ও বিপুল কুমার। বাঁশিতে রাগ তোলেন শরৎ কুমার পাল। একক তবলা লহরা পরিবেশন করেন শিল্পী যতন কুমার পাল।

এ ছাড়া সংগীতশিল্পী স্বাগতা, ওম, পুনম, সুদর্শনা, তনুশ্রী, দীপিকা, বিভোর, লাবণ্য, শ্রীপর্ণা ও পূজা সমবেত কণ্ঠে ইয়ামন রাগে খেয়াল পরিবেশন করে মন্ত্রমুগ্ধ করে তোলেন দর্শক-শ্রোতাদের। যন্ত্রসংগীতে ছিলেন রণজিৎ কুমার পাল, বিপুল কুমার ও উত্তম কুমার হালদার।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা