× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩০ মিনিট বাদ দিয়ে বাংলাদেশে অ্যানিমেল মুক্তি পাবে ৮ ডিসেম্বর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৩ পিএম

৩০ মিনিট বাদ দিয়ে বাংলাদেশে অ্যানিমেল মুক্তি পাবে ৮ ডিসেম্বর

ডিসেম্বরের ১ তারিখ ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার নতুন সিনেমা ‘অ্যানিমেল’। মুক্তির পর থেকেই সিনেমাটি বলিউড বক্স অফিসে প্রভাব ফেলতে শুরু করে। যার কারণে মাত্র চার দিনেই সিনেমাটি ঘরে তুলে ৪২৬ কোটি রূপি। ধারণা করা হচ্ছে  সপ্তাহ না পেরুতেই ‘অ্যানিমেল’ ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করে যাবে।         

এদিকে সাফটা চুক্তিতে সিনেমাটি বাংলাদেশেও মুক্তির অপেক্ষায় আছে। ছবির আমদানিকারক কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু জানান, সেন্সর সার্টিফিকেট হাতে এলে আসছে ৮ ডিসেম্বর ‘অ্যানিমেল’ সারাদেশে মুক্তি দেয়া হবে।

তবে পূর্ণাঙ্গ সিনেমাটি দেখার সুযোগ পাবেন না বাংলাদেশিরা। কেটে ফেলা হবে প্রায় ৩০ মিনিট। এ তথ্য নিশ্চিত করেছেন আমদানিকারক লিপু।

মঙ্গলবার সেন্সর বোর্ডের কর্মকর্তারাও জানান, অ্যানিমেল আমদানিকারক সেন্সরের জন্য জমা দিয়েছেন ২ ঘণ্টা ৫০ মিনিটের একটি ভার্সন। অর্থাৎ দেশের দর্শকরা অন্য দেশের দর্শকের চেয়ে ৩০ মিনিট কম উপভোগ করবেন ছবিটির।

দেশে আন্তর্জাতিক ভার্সনের চেয়ে দেশে ছোট ভার্সন মুক্তি প্রসঙ্গে আমদানিকারক লিপু বলেন, ‘আমরা বাংলাদেশের সেন্সর আইন ও সিনেমার হলের কথা বিবেচনায় নিয়ে আলাদা ভার্সন মুক্তি দিচ্ছি।’

আজ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ছবিটির সেন্সর শো অনুষ্ঠিত হবে। 

ভারতীয় সেন্সর বোর্ড থেকে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ ছবিটি ‘এ’ ক্যাটাগরির সার্টিফিকেট পেয়েছিল। এতে অতিরিক্ত পরিমাণে নৃশংস দৃশ্য ও যৌনতা থাকায় এমন সার্টিফিকেট দিয়েছে বোর্ড। 

‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীর এবং অনিল কাপুর পিতা-পুত্রের চরিত্রে অভিনয় করেছেন। রণবীরের স্ত্রীর চরিত্রে আছেন দক্ষিণ ভারতের নায়িকা রাশমিকা মান্দানা। এতে অল্প সময়ের উপস্থিতিতেও নজড় কেড়েছেন অভিনেতা ববি দেওল।

প্রসঙ্গত, হল মালিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার গেল এপ্রিলে আগামী দুবছরের জন্য ১৮টি হিন্দি ছবি আমদানির অনুমতি দেয়। ছবিগুলো আসবে সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার পণ্য আমদানি-রফতানি চুক্তি ‘সাফটা’র আওতায়। এর আওতায় ইতোমধ্যে মুক্তি পেয়েছে ‘পাঠান’, ‘জাওয়ান’, ‘কিসি কা ভাই কিসি কি জান’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা