× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এফডিসিতে চার ঘটনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ১২:২১ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৩:০৬ পিএম

এফডিসিতে চার ঘটনা

0গতকাল রবিবার হঠাৎ এফডিসি মুখরিত ছিল ১৯ সংগঠনের নেতাকর্মীদের পদচারণায়। অনেক দিন পর খবরের খোঁজে ছুটে গিয়েছিলেন সাংবাদিকরা। বলিউডের সিনেমা আমদানি নিয়ে জটিলতা ছিল আলোচনার মূলে। অনেক দিন ধরেই ‘টাইগার ৩’ আমদানির চেষ্টা করছে জাজ মাল্টিমিডিয়া। তবে তথ্য মন্ত্রণালয়ে মেলেনি অনুমতি। কিন্তু আরেকটি প্রতিষ্ঠান মাত্র কয়েক দিনের মধ্যেই আমদানি করতে যাচ্ছে রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা জুটির ‘অ্যানিমেল’। সে নিয়েই প্রশ্ন তুলে অভিযোগ দিয়েছেন আব্দুল আজিজ। যার জন্য ১৯ সংগঠন বসেছিল মিটিংয়ে। খোঁজ নিতে গিয়ে এফডিসি থেকে মিলল চার খবর।

 

নায়ক ফেরদৌসকে সংবর্ধনা দেবে শিল্পী সমিতি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। অনেক দিন ধরেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। অংশ নেন নিয়মিতই নানা প্রচারণা ও আয়োজনে। এবার তিনি মনোনয়নও পেয়েছেন দলটির হয়ে। ঢাকা-১০ আসনে এমপি প্রার্থী হিসেবে লড়বেন ফেরদৌস। তিনি মনোনয়ন পাওয়ায় শিল্পীরা বেশ খুশি। নানাভাবেই সহকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন তাকে।

তবে ফেরদৌসের প্রিয় সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তাকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এফডিসিতেই এই সংবর্ধনা দেওয়া হবে বলে নিশ্চিত করেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। তিনি বলেন, ‘ফেরদৌস ভাই আমাদের প্রতিনিধি। তিনি আমাদের প্যানেলের হয়ে শিল্পী সমিতির নির্বাচন করেছিলেন। আজ তিনি এমপি প্রার্থী হয়েছেন। আশা করি তিনি বিজয়ী হবেন। আমরা শিল্পী সমাজ তার সঙ্গে আছি।’

 

শিল্পী সমিতির নির্বাচনের তফসিল ৮ ফেব্রুয়ারি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন মেয়াদের নির্বাচন কবে? চলচ্চিত্রপাড়ায় এই প্রশ্ন এখন চারদিকে। সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা নিপুণ আক্তার অবশেষে মুখ খুললেন নির্বাচন নিয়ে। তিনি জানান, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তিনি বলেন, ‘বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদের দুই বছর শেষের দিকে। কিন্তু জাতীয় নির্বাচনের কারণে এখন কোনো নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে না। তাই জাতীয় নির্বাচনের পর আমরা নির্বাচনের সব প্রস্তুতি নেব। ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

এ সময় নিজের প্যানেলের বিষয়ে বলেন, ‘গতবারও আমার প্যানেলে চমক ছিল। এরপর চমকের পর চমক দেখেই যাচ্ছেন। ফেরদৌস ভাইকে আমরাই নির্বাচনের মাঠে এনেছি। আজ তিনি আমাদের জন্য জাতীয় পর্যায়ে সম্মান বয়ে আনতে যাচ্ছেন। আগামী নির্বাচনে আরও বড় চমক নিয়ে প্যানেল ঘোষণা করব।’

 

অ্যাডাল্ট সিনেমা অ্যানিমেলকে অনাপত্তি

ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তির কথা ছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ছবি ‘অ্যানিমেল’। সে হিসেবে তথ্য মন্ত্রণালয়ের অনুমতিও পায় আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। কিন্তু শেষ পর্যন্ত গত শুক্রবার দেশে মুক্তি পায়নি ছবিটি।

এদিকে গতকাল রবিবার এফডিসিতে জানা গেল, বলিউডে সিনেমা আমদানির বিষয়ে চলচ্চিত্রের ১৯ সংগঠনের যে অনুমতি সেটা দেওয়া হয়েছে ‘অ্যানিমেল’ ছবিকে। বিষয়টি নিশ্চিত করেছেন অনন্য মামুন। তিনি বলেন, ‘১৯ সংগঠন থেকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। এবার মন্ত্রণালয় ও সেন্সর অনুমতি দিলেই আমরা ছবিটি মিুক্তি দিতে পারব।’

সিনেমাটি বলিউডে অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে। বিষয়টি বাংলাদেশে মুক্তিতে কোনো বাধা তৈরি করবে কি নাÑ জানতে চাইলে মামুন বলেন, ‘এটা সেন্সর বোর্ড রয়েছে, তারা দেখবেন।’

 

দরদের শুটিং হবে জানবে না কেউ

বলিউডের সিনেমা নিয়ে আমদানির সময় অনন্য মামুন তার নতুন সিনেমা ‘দরদ’- এর আপডেট জানান। তিনি বলেন, ‘মুম্বাইয়ে দারুণ কাজ হয়েছে। চমৎকার একটি সিনেমা হতে যাচ্ছে দরদ। সেখানে শাকিব খানকে নতুন লুক ও চরিত্রে পাবে দর্শক। বলিউডের সোনাল চৌহানের সঙ্গে তার জুটি সাফল্য পাবে বলে আমি আশাবাদী। এখন ঢাকার শুটিং বাকি। খুব শিগগিরই আমরা শুটিং শুরু করব। প্রস্তুতি চলছে।’

কবে কোথায় শুটিং হবে জানতে চাইলে মামুন বলেন, ‘সেটা এখন বলব না। পুরো কাজ শেষ করে তারপর মিডিয়াকে জানানো হবে। তার আগ পর্যন্ত একটু চুপচাপ থাকতে চাই। আমাদের এখন অনেক মিডিয়া। তাদের সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক। তাই আমি চাইলেও সবাইকে শুটিং স্পটে নিতে পারব না। দুজন গেলে তিনজন মন খারাপ করবে। এজন্য সিদ্ধান্ত নিয়েছি পুরো কাজ শেষ করে তারপর মিডিয়াকে আমি নিজেই জানাব। সবার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আমার সিনেমার প্রচার করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা