× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্যাকুলিনের জন্য জেল থেকে চিঠি লিখলেন আসামি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২ ১৩:৪১ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২২ ১৫:৪০ পিএম

জ্যাকুলিনের জন্য জেল থেকে চিঠি লিখলেন আসামি

অর্থ আত্মসাতের মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ বেশ বিপাকে আছেন। এ ঘটনায় বলিপাড়ায় বেশ সমালোচিত হচ্ছেন এই তারকা। বর্তমানে ২০০ কোটির প্রতারণা মামলায় তদন্ত চলছে জ্যাকুলিনকে নিয়ে। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকুলিনের নাম ওতপ্রোতভাবে জড়িয়েছে। এ অবস্থায় জেলে বসেই জ্যাকুলিনের জন্য চিঠি লিখলেন সুকেশ।

যেখানে উল্লেখ আছে, প্রতারণায় কোনো হাত নেই জ্যাকুলিনের। এ চিঠির প্রসঙ্গ তুলেই অভিনেত্রীর আইনজীবী দাবি করলেন, তার মক্কেল লড়াই চালিয়ে যাবেন নিজের ভাবমূর্তি স্বচ্ছ করতে।

সম্প্রতি ভারতের ইডির তরফে জ্যাকুলিনের জামিনের দাবির বিরোধিতা করে বলা হয়েছে,0 তদন্তে কখনও সাহায্য করেননি এই নায়িকা। পাশাপাশি ইডির আরও দাবি, নিজের ক্ষমতাবলে মামলা নয়ছয় করতে চাইছেন জ্যাকুলিন। তবে এই তারকার আইনজীবী প্রশান্ত প্যাটেল তুলে ধরলেন সেই চিঠি, যেটা সুকেশ জেল থেকে পাঠিয়েছিলেন নিজের আইনজীবীকে। দাবি করলেন, এ চিঠির ওপর ন্যায্য তদন্ত হওয়া উচিত।

তিনি আরও বলেন, ‘এ চিঠি যদি সুকেশ চন্দ্রশেখর নিজে লিখে থাকেন তাহলে তার অভিযোগগুলো নিয়ে স্বচ্ছ তদন্ত করা উচিত ইডির।’ তার দাবি, সুকেশের বলা কথার ওপর ভিত্তি করে সবটা খতিয়ে দেখা উচিত। সুকেশের স্টেটমেন্ট রেকর্ড করে তদন্ত চালানো উচিত যেন সত্যি দ্রুত সামনে আসে।

নিজের মক্কেল জ্যাকুলিনকে নির্দোষ দাবি করে প্রশান্ত আরও জানান, ‘যেকোনো তদন্তের আসল উদ্দেশ্যই হচ্ছে সত্যিটা খুঁজে বের করা। অভিযুক্তর কাছ থেকেও যদি কোনো তথ্য মেলে তাহলে সেটাও এজেন্সির খতিয়ে দেখা উচিত। আমি আবারও বলছি আমার মক্কেল নির্দোষ। সমস্ত আইন মেনে তিনি নিজের মর্যাদা ফিরে পেতে লড়াই করবেন।’

প্রসঙ্গত, সুকেশ তার চিঠিতে লিখেছিলেন, ‘এটা খুব দুর্ভাগ্যজনক যে আর্থিক তছরুপের মামলায় জ্যাকুলিনকে অভিযুক্ত হিসেবে দেখা হচ্ছে। আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। আমি যদি ওকে বা ওর পরিবারকে কোনো উপহার দিয়ে থাকি তবে তাতে ওর কী দোষ। ও ভালোবাসা ছাড়া, আমাকে পাশে চাওয়া ছাড়া আর কিচ্ছু চায়নি কখনও।’


প্রবা/এসএস/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা