× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গভীরতা আছে বলেই নেগেটিভ চরিত্রটি করছি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ১৬:০১ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩ ১৬:০৫ পিএম

গভীরতা আছে বলেই নেগেটিভ চরিত্রটি করছি

দীপা খন্দকার। বাংলাদেশের নাট্যাঙ্গনে প্রিয় মুখ। নব্বই দশকের শেষ দিকে তিনি হাজির হন টিভি মিডিয়ায়। বিজ্ঞাপন, নাটক-টেলিছবিতে ছড়িয়েছেন মুগ্ধতা। সমসাময়িক সব অভিনেতাদের সঙ্গে জুটি হয়ে রোমান্টিক গল্পের নায়িকা হিসেবে নামটি প্রতিষ্ঠিত করেছেন।

সময়ের স্রোতে তার সমসাময়িক অনেকে হারিয়ে গেলেও দীপা আজও পর্দায় সরব। টিভিতে সফল যাত্রাপথে তিনি ভিড়েছেন সিনেমাতেও। সেখানেও নিজ অভিনয়গুণের আলো ছড়িয়েছেন। দেখতে দেখতে অভিনয় জীবনের দীর্ঘ ২৫ বছর পার করে ফেলা এই অভিনেত্রীর আজ জন্মদিন। প্রতিবারের মতো এবারও পরিবার, বন্ধু ও কাছের মানুষদের ভালোবাসায় সিক্ত হবেন তিনি।

জন্মদিন প্রসঙ্গে দীপা বলেন, ‌‘জন্মদিন উপলক্ষে কোনো কাজ রাখিনি। আমার স্বামী (অভিনেতা শাহেদ আলী), দুই সন্তান আদ্রিক ও আরোহীকে নিয়েই দিনটি বিশেষভাবে উদযাপন করার চেষ্টা করব। আর কিছু কাছের মানুষ তো আসবেইÑ এটা আমার আত্মবিশ্বাস। দোয়া চাই সবার কাছে।’

ক্যারিয়ারের মধ্য গগনে থাকতে একটি নাটকে অভিনয় করতে গিয়ে শাহেদ আলীর কণ্ঠে ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’ গানটি শোনেন দীপা। সে গান শুনেই তার প্রতি ভালো লাগা তৈরি হয়। পরে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের মধ্যস্থতায় তারা দুজন বিয়ের পিঁড়িতে বসেন। দীপা-শাহেদ দুজনই তাদের বিয়ের ঘটক গিয়াসউদ্দিন সেলিমকে উকিল বাবার মর্যাদা দিয়েছিলেন।

২০০৬ সালের ২৭ মে তারা বিয়ে করেন। তাদের সংসার আলোকিত করে রেখেছে পুত্র আদ্রিক ও কন্যা আরোহী।

স্বামী, সন্তান ও সংসার সামলে অভিনয়েও নিয়মিত দীপা খন্দকার। কাজ কম বা বেশি, গল্প ভালো লাগলেই কাজ করছেন। কখনোই তিনি অভিনয় থেকে দূরে সরে যাননি। কারণ অভিনয়ই তার কাছে মনেপ্রাণে নেশা, পেশা। নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই তাই সব সময় ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করেন।

দর্শকের কাছে ভীষণ প্রিয় দীপা খন্দকার দীর্ঘদিন পর নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন। দীপ্ত টিভিতে প্রচারিত চলতি ধারাবাহিক নাটক সাজ্জাদ সুমন পরিচালিত ‘মাশরাফি জুনিয়র’ নাটকের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। দীপা নাটকটিতে সোনিয়া চরিত্রে অভিনয় করেছেন।

এই চরিত্রে কাজ প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘এ নাটকে যদিও আমার শুরুটা পজিটিভ উপস্থিতি দিয়েই, কিন্তু মূলত এটি একটি নেগেটিভ চরিত্র। আমি জেনে-বুঝেই এই চরিত্রে কাজ করার জন্য আগ্রহী হয়েছি। এতে একটা চ্যালেঞ্জ আছে। চরিত্রের গভীরতা আছে দেখেই করছি। এরই মধ্যে ধারাবাহিকটির তিন দিনের শুটিংয়ে আমি অংশ নিয়েছি। সাজ্জাদ সুমনের পরিচালনায় এর আগে কাজ করেছি কি না ঠিক মনে নেই। কিন্তু এবার কাজ করে মনে হলো বেশ গুছিয়ে কাজ করে। আমার কাছে ভালো লেগেছে। আর ধারাবাহিকটি এরই মধ্যে বেশ দর্শকপ্রিয়তাও পেয়েছে। আশা করছি, নাটকে আমার ভিন্ন ধরনের উপস্থিতিও দর্শকের ভালো লাগবে।’ এদিকে দীপা খন্দকার মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় কাজ করছেন। এখানে তাকে মিশা সওদাগরের স্ত্রীর চরিত্রে দেখা যাবে। এরই মধ্যে অনেকটাই শেষ হয়েছে এ সিনেমার শুটিং। বাকিটুকুও শুরু হবে শিগগিরই।

সেই সঙ্গে দীপা শেষ করেছেন সেলিনা হোসেনের গল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাকীটা ইতিহাস’-এরও কাজ। এতে তার বিপরীতে আছেন শতাব্দী ওয়াদুদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা