× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজী মাজহারুল আনোয়ারকে মরণোত্তর সম্মাননা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩ ১২:৪৮ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩ ১২:৫২ পিএম

গাজী মাজহারুল আনোয়ারকে মরণোত্তর সম্মাননা

উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, কাহিনীকার, প্রযোজক মুক্তিযোদ্ধা গাজী মাজহারুল আনোয়ার। গেল বছর তিনি প্রয়াত হয়েছেন। এই গুণীকেবাঙালির মঞ্চ’ মরণোত্তর সম্মাননা প্রদান করে সম্মানিত হয়েছে। গতকাল সকালে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।মুক্তিযোদ্ধার মৃত্যু নেই’ শিরোনামে অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় সদ্যপ্রয়াত কবি মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরীকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সকাল ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসতে পারেননি। তবে বাঙালির মঞ্চের উদ্যোগকে আগত অতিথিরা সাধুবাদ জানান। গাজী মাজহারুল আনোয়ারের পক্ষে বাঙালির মঞ্চ মরণোত্তর সম্মাননা গ্রহণ করেন তার সহধর্মিণী জোহরা গাজী ও ছেলে শরফরাজ আনোয়ার উপল।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিসেস জোহরা গাজী বলেন, ‘বাঙালির মঞ্চের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি নতুন আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রচার, দেশের দুর্গতকালীন স্বেচ্ছাসেবা কার্যক্রম, বাঙালির পার্বণ পালন, জাতীয় দিবস উদ্‌যাপনসহ নানান ধরনের কাজের সঙ্গে তাদের সম্পৃক্ততাকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। এমন চমৎকার একটি অনুষ্ঠানে বাংলাদেশ তথা উপমহাদেশের গর্ব, আমাদের পরিবারের গর্ব, আমার সন্তানদের গর্ব তথা আমার স্বামী গাজী মাজহারুল আনোয়ারকে এমন সম্মাননায় ভূষিত করায় আমি সত্যিই আবেগাপ্লুত। নিশ্চয়ই মাহেন্দ্রক্ষণ তিনি দূর থেকে ঠিকই দেখছেন। আমি মনেপ্রাণে বিশ্বাস করি বাংলাদেশ যত দিন বেঁচে থাকবে তত দিন বাংলার বুকে একজন গাজী মাজহারুল আনোয়ার বেঁচে থাকবেন।’

উপল বলেন, ‘আব্বুকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে সম্মাননা প্রদান করায় বাঙালির মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি বকশী হাবিবুর রহমান ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।’

আয়োজনে সংগীত পরিচালনায় ছিলেন রামপ্রসাদ সূত্রধর এবং নৃত্য পরিচালনায় আনিকা বাড়ৈ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা