× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন নাটকে মোশাররফ-তানিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ১৪:৩৭ পিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩ ১৪:৫৪ পিএম

নতুন নাটকে মোশাররফ-তানিয়া

আজ থেকে চার বছরের বেশি আগে মোরসালিন শুভর পরিচালনায় মোশাররফ করিমের সঙ্গে প্রথম জুটি বাঁধেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সে নাটকের নাম ছিল ‘বাবা হতে চাই’। এটি ঈদ অনুষ্ঠানমালায় দীপ্ত টিভিতে প্রচার হওয়ার পর বেশ সাড়া ফেলেছিল। মোশাররফ করিম ও তানিয়ার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছিল।

সেই ধারাবাহিকতায় বিগত চার বছরে তারা দুজন ‘গাড়িওয়ালা’, ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’, ‘আড়াই তালাক’, ‘পিনিকেই ঝিনিক’, ‘সব দোষ হোসেন আলীর’, ‘সাদা কালা’, ‘মাই নেম ইজ ফকির’ ইত্যাদি  নাটকে অভিনয় করেছেন। আবারও মোশাররফ করিমের বিপরীতে একটি নাটকের কাজ শেষ করলেন তানিয়া বৃষ্টি। নাম ‘কেরানি আক্কাছ’। নাটকটি নির্মাণ করেছেন মেধাবী নির্মাতা রাকেশ বসু। রচনা করেছেন জুয়েল এলিন। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নিশাত তাসনিম।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘রাকেশের সঙ্গে এর আগেও আমার বেশ কয়েকটি কাজ হয়েছে। খুব গুছিয়ে বুঝে-শুনে কাজ করে। ভালো গল্প নিয়ে কাজ করাটা তার অভ্যাস। আমিও কাজ করে আনন্দ পাই। বৃষ্টির সঙ্গেও আমার বেশকিছু কাজ হয়েছে। দর্শকও তার সঙ্গে আমার কাজগুলো পছন্দ করেছেন। এ নাটকের গল্পটাও বেশ চমৎকার। একটা দ্বন্দ্বের গল্প, ঈর্ষার গল্প, পরস্পর পরস্পরকে খোঁচানোর গল্প এবং এসবের মধ্য দিয়ে ভেতরের মানুষটার বেরিয়ে আসার গল্প। আশা করা যায় নাটকটি ভালো লাগবে দর্শকের।’

তানিয়া বৃষ্টি বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে প্রথম নাটকে কাজ করেই ভীষণ সাড়া পেয়েছিলাম। এরপর যতগুলো নাটকে তার সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছে বলা যায় প্রতিটিতে অভিনয়ের জন্যই অভূতপূর্ব সাড়া পেয়েছি। মোশাররফ ভাই এত বড় একজন অভিনেতা, মাঝে মাঝে আমি অবাক হই এত উঁচুতে থেকেও কি সাবলীল তিনি! কী ভীষণ আন্তরিকতা নিয়ে সহযোগিতা করেন। একজন এত বড় শিল্পী হয়েও ভীষণরকম বিনয়ী।

সত্যিই তার কাছে অনেক কিছু শিখেছি, আগামীতেও শিখব। শুটিংয়ের সময় তিনি যেরকম আন্তরিকতা নিয়ে সহযোগিতা করেন এটা সহশিল্পীর জন্য যে কত বড় সাপোর্ট ব্যাখ্যা করে বোঝানোর মতো নয়। রাকেশ দাও ভীষণ যত্ন নিয়ে কাজ করেন। নাটকটি দর্শকের ভালো লাগবে।’

শিগগিরই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা