প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ০০:১২ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ১০:৪৮ এএম
নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় তৌসিফ মাহবুব ও সাদিয়া আয়মান ‘ফুলের নামে নাম’ নাটকে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছিলেন। এরপর তারা কেএম সোহাগ রানার ‘এমন একটা তুমি চাই’, পথিক সাধনের ‘কষ্টের নাম মায়া’, প্রীতি দত্তের ‘চিঠি’ নাটকে অভিনয় করেও দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন।
আবারও তারা দুজন একসঙ্গে অভিনয় করেছেন ‘কম্প্রোমাইজ’ শিরোনামের একটি নাটকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেইন বাপ্পী। এরই মধ্যে নাটকটি ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘এর আগেও সাদিয়া আয়মানের সঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করা হয়েছে। বলা যায় সব নাটকের জন্যই বেশ ভালো সাড়া পেয়েছি। এ নাটকটি কিছুদিন আগের করা। এরই মধ্যে ইউটিউবে নাটকটি প্রকাশিত হয়েছে। প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি নতুন এ কাজটির জন্য। আর সাদিয়াও অভিনয়ে আগের চেয়ে বেশ ম্যাচিউরড হয়েছে। কাজের প্রতি আগে থেকেই সিরিয়াস। এখন যেন তা আরও বেড়েছে। সামনে আরও বেশকিছু ভালো কাজ হবে। আমার বিশ্বাস সে কাজগুলোও আরও ভালো হবে।’
এদিকে একটি ওটিটি প্ল্যাটফর্মে এরই মধ্যে প্রকাশিত হয়েছে সাদিয়া আয়মানের নতুন কাজ ওয়েব সিরিজ ‘কলিংবেল’। এটি নির্মাণ করেছেন আবিদ মল্লিক। এরই মধ্যে এতে অভিনয়ের জন্য দারুণ সাড়া পাচ্ছেন সাদিয়া আয়মান।
মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় তৌসিফ অভিনীত ‘আগমন’ নাটকটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। জাকারিয়া শৌখিনের পরিচালনায় তৌসিফ ও কেয়া পায়েল অভিনীত নাটক ‘উড়াল পাখি’ও বেশ সাড়া ফেলেছে।