প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ১৪:৩৯ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ১৬:০৫ পিএম
প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ গল্পের সিনেমা ‘কাকতাড়ুয়া’। ২০১২ সালে ছবিটি সরকারি অনুদান পায়। এর নির্মাতা ফারুক হোসেন। কিন্তু নানান কারণে সিনেমাটি নির্মাণের এত বছর পরও মুক্তি দেওয়া সম্ভব হয়ে ওঠেনি।
অন্য অনেক সিনেমার মতো এটিও হয়তো আর কোনো দিন আলোর মুখ দেখবে না। পরিচালক ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সেন্সর হয়নি। প্রিন্ট হয়েছে। এফডিসির বিল ৪ লাখ টাকা। দেখি মন্ত্রী সাহেবকে বলে বিলটি কিছু করা যায় কি না! সরকারি টাকা ছাড়াও আমার ২২ লাখ টাকা এখানে খরচ হয়েছে। তা ছাড়া রিলিজ দিতে বেশ টাকা ও সময়সুযোগের বিষয় আছে। আমি কয়েক মাস যাবৎ খুবই অসুস্থ। সুস্থ হই, দেখা যাক।’
এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন আলোকচিত্র শিল্পী মাজেদ চৌধুরীর ছেলে মুহিত চৌধুরী। মুহিত তখন হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। সিনেমাটিতে যারা অভিনয় করেছিলেন তারা অনেকেই বলেছেন তারা এ সিনেমায় কাজ করে কোনো পারিশ্রমিক পাননি। শিল্পী মুহিতের বাবা মাজেদ চৌধুরী বলেন, ‘আমার ছেলেকে কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি। পরিচালক শুধু বলেছিলেন দেখব। এর পর তো সিনেমাই শেষ। কিন্তু যে স্বপ্ন নিয়ে আমার ছেলে অভিনয় করেছিল সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। এখন যে পরিস্থিতি, তাতে মনে হচ্ছে এ সিনেমা আর কোনো দিনই মুক্তি পাবে না। শুনেছি সরকারি অনুদান পাওয়ার পর অনেক সিনেমাই শেষ পর্যন্ত আলোর মুখ দেখে না।’
সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহনূর। শাহনূর বলেন, ‘এ সিনেমাটি আমার অভিনয় জীবনের অন্যতম একটি। সিনেমাটি মুক্তি পেলে আমার অভিনয় জীবনের মাইলফলক হয়ে থাকত।’
এদিকে একই গল্প নিয়ে মো. হারুনুর রশীদ নির্মাণ করেছেন ‘কাকতাড়ুয়ার বুধা’ নামে একটি চলচ্চিত্র। এতে নামভূমিকায় অর্থাৎ বুধা চরিত্রে অভিনয় করেছেন সুস্ময় মুগ্ধ। আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, সাজু খাদেমসহ অনেকে।
পরিচালক জানান, সিনেমাটি আসছে ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এটি নির্মাণের জন্য সরকারি অনুদানের আবেদন করলেও পাননি বলে জানান।