× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাব্বির অর্ণব-অলংকারের ‘কঠিন প্রেম’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ১৩:৪৪ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ১৩:৪৬ পিএম

সাব্বির অর্ণব-অলংকারের ‘কঠিন প্রেম’

প্রথমবারের মতো জিয়াউদ্দিন আলমের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাব্বির অর্ণব। তার সঙ্গে দেখা যাবে মডেল-অভিনেত্রী অলংকার চৌধুরীকে। জুটির নতুন নাটকের নামকঠিন প্রেম’।

কঠিন প্রেম লিখেছেন জুয়েল এ্যালিন। নাটকে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, জয়িতা প্রিন্তী, নেয়ামত রহমান, রিয়াদ তালুকদার, জাবেদ গাজী, শুভসহ অনেকেই। নাটকটির চিত্রগ্রহণে ছিলেন শরিফ রানা, সম্পাদনায় মাসুদ রানা অনীক, কালার করেছেন টিডি দীপক সংগীত পরিচালনায় সজীব দাস।

নাটকের গল্পে দেখা যাবে, হইহুল্লোড় বন্ধুবান্ধব নিয়ে মাস্তি হচ্ছে নাফিসের জীবন। খুব বেপরোয়া। একদিন কোনো বন্ধুর বার্থডে সেলিব্রেট করতে গিয়ে ডিম ছোড়াছুড়ির একপর্যায়ে রাস্তায় রিকশায় যেতে থাকা অবন্তীর গায়ে গিয়ে লাগে। নাফিস ভাবে এই বুঝি মেয়েটি তার চৌদ্দগোষ্ঠী উদ্ধার করবে। কিন্তু ভীষণ রকমের অবাক করে দিয়ে মেয়েটি তাকে কিছু না বলেই চলে যায়। সেই থেকে মেয়েটির পিছু নেয় নাফিস। কী যেন আছে মেয়েটির মধ্যে। মলিনমুখে একটা নিষ্পাপ চাউনি। সারাক্ষণ একটা মোহলাগা কাজ করে নাফিসের।

অবন্তীকে ফলো করে সে। প্রতিবারই অবন্তী তাকে অ্যাভয়েড করে চলে যায়। কঠিন সত্যটা জানতে পারে নাফিস সেদিন। যেদিন পত্রিকায় একটি কুলখানির বিজ্ঞাপন দেখে আর সেই ঠিকানাটি দেখে অবন্তীদের বাসায়। নাফিস ভাবে এই সুযোগ। দলবল নিয়ে গুণগ্রাহী সেজে যায় অবন্তীদের বাসায়। দূর থেকে অবন্তীকে দেখে চমকে যায় নাফিস। সাদা রঙের শাড়িতে বাসার সামনে গরিব মানুষকে খাবার বিতরণ করছে। কিছুতেই হিসাব মেলাতে পারে না নাফিস। এভাবে কঠিন প্রেম নাটকের গল্প এগিয়ে যায়।

জিয়াউদ্দিন আলম বলেন, ‘বরাবরের মতো আবার নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছি। এবারের গল্প দর্শকের ভালো লাগবে। সাব্বির অর্ণব অলংকার খুব ভালো অভিনয় করেছেন।’

নাটকটি ইউটিউব ফেসবুকে গতকাল স্কাইভিউ ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা