× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে ডানকির প্রথম গান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ১৩:০৪ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ১৪:৫৩ পিএম

আসছে ডানকির প্রথম গান

শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে নভেম্বর মুক্তি পায় রাজকুমার হিরানি পরিচালিতডানকি’ সিনেমার টিজার। যদিও নির্মাতারা একে টিজার বলছেন না, বলছেনড্রপ’।ড্রপ ১’ নামে মুক্তি পাওয়া ডানকির প্রথম ঝলক তুমুল সাড়া ফেলেছে সিনেমাপ্রেমীদের মধ্যে। এবার আসছে সিনেমার প্রথম গান।

সিনেমার গান মুক্তির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। ভারতীয় গণমাধ্যমের সূত্রনুযায়ী প্রথম গানটি নির্মাতা রাজকুমার হিরানির ২০ নভেম্বর জন্মদিন উপলক্ষে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে শেষ সময়ে গানটি আর মুক্তি দেওয়া হয়নি।

বিষয়ে ভারতীয় গণমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক ডানকি সিনেমার এক সহকারী পরিচালক বলেন, ‘ডানকির প্রথম গানের পোস্টার ইতোমধ্যে আমরা প্রকাশ করেছি। গানটি আমরা নির্মাতার জন্মদিনে প্রকাশ করতে চেয়েছিলাম। শেষ মুহূর্তে আমাদের সিদ্ধান্ত বদলাতে হয়। যার কারণ হিসেবে ভারতের বিশ্বকাপ হেরে যাওয়া। তবে সপ্তাহেই গানটি মুক্তি দেওয়া হবে এটা নিশ্চিত। ভক্তদের আমরা অপেক্ষা করাব না।’

জানা গেছে, মুক্তির আগে মোট পাঁচটি টিজার প্রকাশ করা হবে সিনেমার। ডানকির প্রথম টিজার প্রকাশের এক দিন আগে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন থেকে সিনেমার দুটি টিজারের ছাড়পত্র নেওয়া হয়। তার একটি প্রকাশ করা হয়েছে শাহরুখের জন্মদিনে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ডানকির আরও চারটি টিজার প্রকাশের অপেক্ষায় আছে।

ডানকি সিনেমায় শাহরুখের চরিত্রের নাম হার্ডি। দেখা যাবে, বন্ধুরাই যেন হার্ডির পরিবার। উন্নত জীবনের আশায় তার চার বন্ধু মানু, বগ্গু, বাল্লি সুখি পাড়ি দিতে চায় ইউরোপ। সিদ্ধান্তই বদলে দেয় তাদের জীবন। সবার স্বপ্ন পূরণের ভার নিজের কাঁধে তুলে নেয় হার্ডি। অবৈধ পথে ইউরোপে রওনা দেয় তারা। তাদের জার্নির গল্প উঠে আসবে সিনেমায়।

ভারতে ডানকি মুক্তি পাবে আসছে ২২ ডিসেম্বর। তার এক দিন আগে মুক্তি পাবে বিশ্বজুড়ে। শাহরুখ ছাড়াও সিনেমায় রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, সুনীল গ্রোভার, বোমান ইরানি প্রমুখ।

এর আগে চলতি বছর পরপর দুটি ব্লকবাস্টার উপহার দিয়েছেন শাহরুখ খান। পাঠান আর জওয়ান দুই সিনেমাই বিশ্বব্যাপী হাজার কোটি রুপি ব্যবসা করেছে। এখন দর্শকের অপেক্ষা ২২ ডিসেম্বর ডানকি ছবি মুক্তির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা