প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ১১:০৬ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ১১:১৮ এএম
নিজেদের চতুর্থ অ্যালবামের প্রস্তুতি নিচ্ছে দেশের জনপ্রিয় অল্টারনেটিভ রক ব্যান্ড নেমেসিস। ২০১৭ সালের পর আবারও অ্যালবামের কাজে হাত দিয়েছে দলটি। যার কার্যক্রম গত বছরের শেষ দিকে শুরু হয়েছে। পাঁচ বছরের বিরতির পর নেমেসিসের নতুন অ্যালবাম আসতে যাচ্ছে।
এ খবর তাই শ্রোতাদের মধ্যে উচ্ছ্বাসের জন্ম দিয়েছে। এবার অ্যালবামটির প্রথম গান মুক্তি দিচ্ছে ব্যান্ডটি।
চতুর্থ অ্যালবামের নাম এখনও ঠিক হয়নি। তবে প্রথম গানের শিরোনাম দেওয়া হয়েছে ‘ঘোর’। মিউজিক ভিডিও আকারে গানটি নেমেসিসের ইউটিউব চ্যানেলে আসছে পহেলা ডিসেম্বর দর্শকের জন্য উন্মুক্ত করা হবে বলে প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন ব্যান্ডের ম্যানেজার রাজু।
তিনি বলেন, ‘আমাদের চতুর্থ অ্যালবামের প্রথম গান মুক্তির তারিখ আমরা নিশ্চিত করেছি। ভক্তদের আনন্দের সঙ্গে জানাতে চাই, ডিসেম্বরের ১ তারিখ নতুন অ্যালবামের প্রথম গান মুক্তি দেওয়া হবে। এরপর আগামী বছর আরও কিছু গান মুক্তি দেওয়া হবে। অ্যালবামে কটি গান রাখা হবে সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’
অ্যালবামের নাম কী হবে, কটি গান থাকবে জানতে চাইলে রাজু আরও বলেন, ‘নতুন অ্যালবামের নাম কী হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা আপাতত গান নির্মাণ নিয়ে সবাই ব্যস্ত। সব গান তৈরি করা সম্পন্ন হয়ে গেলে তারপর অ্যালবামের নাম নিয়ে চিন্তা করব। এখন পর্যন্ত নতুন অ্যালবামের ছয়টি গান সম্পন্ন হয়েছে। আরও চারটি গান তৈরির প্রস্তুতি চলছে। গানের সংখ্যা আরও বাড়তে পারে।’
নেমেসিস ব্যান্ডের জন্ম ১৯৯৯ সালের মাঝামাঝি। একদল স্কুলবন্ধু মিলে সে সময় দলটি গঠন করেন। শুরুর দিকে তারা ছোট ছোট বিভিন্ন অনুষ্ঠানে অল্পবিস্তর গান পরিবেশন করতেন। তখন তারা গান করতেন আন্ডারগ্রাউন্ড ব্যান্ড হিসেবেই। এরপর ২০০২-০৩ সালের দিকে তাদের দুয়েকটি গান শ্রোতাদের কাছে পরিচিতি পেতে শুরু করে। ২০০৫ সালে একটি রেকর্ড কোম্পানি তাদের অ্যালবাম প্রকাশে আগ্রহ দেখায়। তারপর নিজেদের স্বপ্ন পূরণ করে ২০০৬ সালে আসে নেমেসিসের প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’। মূলধারার ব্যান্ডসংগীতে তখনই পা রাখে দলটি। আজও সাফল্যের সঙ্গে গান করে যাচ্ছে।
২০১১ সালে তাদের দ্বিতীয় অ্যালবাম ‘তৃতীয় যাত্রা’ ও ২০১৭ ‘গণজোয়ার’ মুক্তি দেওয়া হয়। এবার আসছে তাদের চতুর্থ অ্যালবাম। এখানে প্রেম, বিরহ, জীবনের নানা বোধের গান থাকবে।
বর্তমানে দলটির সদস্য সংখ্যা পাঁচ। তাদের মধ্যে ভোকাল ও গিটার জোহাদ রেজা চৌধুরী, গিটার রাফসান, গিটার ইফাজ, বেজ গিটার রাতুল ও ড্রামস জেফ্রি।