প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ২৩:৩৯ পিএম
হলিউডের মার্কিন অভিনেত্রী নাটালি পোর্টম্যান। গেল দুই বছর ধরে তার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। অভিনয় থেকে আছেন কিছুটা দূরে। তবে বিরতি ভেঙে এই অভিনেত্রী এবার পর্দায় ফিরছেন। ওটিটিতে আসতে চলেছে তার নতুন সিনেমা। নাম ‘মাই ডিসেম্বর’। নারীকেন্দ্রিক এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।
বর্তমানে মডেলিং নিয়েই বেশি ব্যস্ত নাটালি। যার কারণে অভিনয়ে খুব একটা দেখা যায় না। ২০২০ সালে ডফিন রিফ শিরোনামে একটি প্রামাণ্যচিত্রে অভিনয় করেন। এরপর আর পর্দায় দেখা যায়নি তাকে।
‘মাই ডিসেম্বর’ সিনেমাটি ৩০ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে। সিনেমার ট্রেলার দর্শকদের মাঝে বেশ ভালোই সাড়া ফেলেছে। ধারণা করা হচ্ছে, এই কাজটি দিয়ে নাটালি আবারও দর্শকদের মনে জায়গা করে নেবেন।
সম্প্রতি নেটফ্লিক্সের একটি সাক্ষাৎকারে মার্কিন এই অভিনেত্রী নিজের বিরতি নিয়ে মুখ খোলেন। জানান অভিনয়ে আবারও নিয়মিত হতে চান তিনি। নাটালি বলেন, ‘আমি এখন আর আগের মতো অভিনয়ে নিয়মিত নই। আমার দর্শকদের মতো আমার কাছেও বিষয়টি হতাশার। তবে অভিনয় থেকে দূরে সরে আছি; তার মানে এই নয় অভিনয় ছেড়ে দিচ্ছি। ভালো গল্প হলে আবারও নিয়মিত আমাকে দেখা যাবে বড় ও ছোটপর্দায়। যেহেতু ভালো গল্পের সিনেমা পাচ্ছিলাম না, তাই মডেলিংয়ে মনোযোগী ছিলাম।’
মাই ডিসেম্বর সিনেমার কাহিনী দুজন সমকামী নারীর জীবনের ওপর নির্মাণ করা হয়েছে। ২০ বছর আগে এমন সম্পর্কে জড়িয়ে পড়লে সমাজ কীভাবে তাদের দেখত সেটাই তুলে আনা হয়েছে। সামাজিক অ্যাওয়ারনেস নিয়ে নির্মিত মাই ডিসেম্বর নির্মাণ করেছেন টুড হ্যাইন্স। নাটালি পোর্টম্যান ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন জুলিয়ান মোর, চার্ল মেল্টন, ডি ডব্লিউ মফেট, পাইপার কার্ড, এলিজাবেথ ইউ, গ্যাব্রিয়াল চুং, মিচেল স্মিথ ও লরেন্স অ্যারেন।