× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাদের হাতে উঠল ‘দীপ্ত অ্যাওয়ার্ড-২০২৩’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ১৫:৫৯ পিএম

যাদের হাতে উঠল ‘দীপ্ত অ্যাওয়ার্ড-২০২৩’

দীপ্ত টেলিভিশনের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষ্যে তৃতীয়বারের মতো দেওয়া হর ‘দীপ্ত অ্যাওয়ার্ড-২০২৩’। এ বছর আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন অভিনয়শিল্পী দিলারা জামান।

এ ছাড়া গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে প্রচার হওয়া ওয়েব ফিল্মগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়েছে।

দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকের ভোট ও জুরিবোর্ডের বিচার বিবেচনায় নিয়ে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়েছে। মোট ১৩টি ক্যাটাগরিতে দর্শক ভোট দিয়েছেন।

এ বছর আলোচিত ওয়েব ফিল্ম নির্বাচিত হয়েছে রুবেল হাসান পরিচালিত ‘নিকষ’। আর ওটিটিতে আলোচিত অভিনয়শিল্পী (পুরুষ) নির্বাচিত হয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব (আইক্যান ম্যান), অভিনয়শিল্পী (নারী) নির্বাচিত হয়েছেন তাসনিয়া ফারিণ (নিকষ)।

একক নাটক নিবার্চিত হয়েছে ভিকি জাহেদ পরিচালিত ‘‌কাজলের দিনরাত্রি’। অভিনয়শিল্পী (পুরুষ) নির্বাচিত হয়েছেন ‌মোশাররফ করিম (ভাগ্য রেখা), অভিনয়শিল্পী (নারী) নির্বাচিত হয়েছেন মেহজাবীন চৌধুরী (কাজলের দিনরাত্রি)।

ধারাবাহিক নাটক নির্বাচিত হয়েছে সাজ্জাদ সুমন পরিচালিত নাটক মাশরাফি জুনিয়ার, অভিনয়শিল্পী (পুরুষ) নির্বাচিত হয়েছেন আ খ ম হাসান (বকুলপুর), অভিনয়শিল্পী (নারী) নির্বাচিত হয়েছেন রেজমিন সেতু (জবা)।

ডাবিং সিরিয়াল নিবার্চিত হয়েছে তুর্কি ধারাবাহিক ‘‌আমাদের গল্প’। এছাড়া দীপ্ত বিশেষ অ্যাওয়ার্ডে নির্বাচিত হয়েছে মোহাম্মদ আলী মুন্না পরিচালিত ওয়েব ফিল্ম ‘‌অপলাপ’। অভিনয়শিল্পী (পুরুষ) নির্বাচিত হয়েছেন ‌মুশফিক আর ফারহান (কলঙ্ক), অভিনয়শিল্পী (নারী) নির্বাচিত হয়েছেন ‌পূজা চেরি (পরি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দীপ্ত টিভি জানায়, শনিবার সন্ধ্যা ৭টায় ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’ অনুষ্ঠানটি দেখানো হবে দীপ্ত টিভিতে।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছে উপমা ও তার দল, রেজমিন সেতু ও তার দল। কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান। সংগীতে ছিলেন রাজিব, অবন্তী সিঁথি, রেহান রাসুল, প্রতিক হাসান ও আনিকার পরিবেশনা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুহানি সালসাবিল লাবণ্য। নির্বাহী প্রযোজনায় ছিলেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা