× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে আগন্তুক সাংস্কৃতিক সংসদের নতুন নাটক ‘চিত্রাঙ্গদা’ মঞ্চায়ন হবে ১৭ ও ১৮ নভেম্বর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ১৫:৪৫ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ১৫:৪৬ পিএম

কক্সবাজারে আগন্তুক সাংস্কৃতিক সংসদের নতুন নাটক ‘চিত্রাঙ্গদা’ মঞ্চায়ন হবে ১৭ ও ১৮ নভেম্বর

কক্সবাজারের নবগঠিত সাংস্কৃতিক দল আগন্তুক তাদের দ্বিতীয় মঞ্চনাটক ‘চিত্রাঙ্গদা’ প্রদর্শন করতে যাচ্ছে। আজ ১৭ নভেম্বর ও শনিবার ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে মঞ্চায়ন হবে এই নাটক টি।

সংগঠনটির আহবায়ক সুব্রত চক্রবর্তী এমন তথ্য নিশ্চিত করে জানান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন শহিদুল শ্যানন। এই প্রযোজনায় সার্বিক সহযোগিতা করেছে কক্সবাজার আর্ট ক্লাব। আগন্তুক সাংস্কৃতিক সংগঠন এ বছরের শুরুতে পূর্নেন্দু পত্রীর কাব্যগ্রন্থ কথোপকথন অবলম্বনে ‘চিত্রাঙ্গদাঅনন্তকাল ঝিঁ ঝিঁ পোকার মতো’ শিরোনামে একটি নাটক প্রযোজনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে। যদিও দলটি সংগঠিত হয় ২০২২ সালে। প্রথম প্রযোজনা নাটকের পর গত আগস্ট মাসে ‘শোক থেকে শক্তি’ শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সংগঠনটি। এবার তৃতীয় প্রযোজনায় আবার নাটক নিয়ে আসছে আগন্তুক।

সুব্রত জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক চিত্রাঙ্গদা মহাভারত অবলম্বনে সৃষ্ট নাট্য। এতে নারীর অন্তর্গত শক্তি প্রকাশিত হয়েছে। প্রযোজনাটির প্রণোদনায় রয়েছে ‘ভিএসও’ ও ‘এইট ডেজ আ উইক’। পূর্ববর্তী প্রযোজনা গুলোর মতো চিত্রাঙ্গদাও দর্শকের আনুকূল্য পাবে বলে আশা করছে সংগঠনটি।

‘চিত্রাঙ্গদা’ নাট্য প্রদর্শনীর টিকেট পাওয়া যাবে লাবনী মোড়ের কফিশপ, এইট ডেজ আ উইক এবং প্রদর্শনীর আগে পাবলিক লাইব্রেরির কাউন্টারে।







শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা