প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ১৪:২২ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ১৪:৩৩ পিএম
বলিউডের ভার্সেটাইল অভিনেত্রী অদিতি রাও হায়দারি। অভিনয় দিয়ে অনেক আগেই দক্ষতার জানান দিয়েছেন। কাজ করেছেন গল্পনির্ভর সিনেমায়। অভিনয় করেছেন বলিউডের বাঘা বাঘা সব নির্মাতার সঙ্গে। এবার আসছে তার নতুন ওয়েব ফিল্ম ‘গান্ধী টকস’। সিনেমায় অদিতি ছাড়াও অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় সব তারকা।
গান্ধী টকস পরিচালনা করেছেন কিশোর বেলেকার। আর সংগীত পরিচালনার দায়িত্বে আছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। নিজের নতুন সিনেমা নিয়ে ফিল্ম বিটকে অদিতি বলেন, ‘গল্পটা একেবারেই আলাদা। থ্রিলার ও ক্রাইমের পাশাপাশি লাভ স্টোরি ও কমেডি রয়েছে। এমন একটি গল্পে অভিনয় করতে পারা সব সময়ই আনন্দের। সেই আনন্দ নিয়েই কাজটি সম্পন্ন করেছি। আশা করছি আমার চরিত্রটি দর্শকের ভালো লাগবে।’
সিনেমায় অদিতির বিপরীতে অভিনয় করবেন বিজয় সেতুপতি। তার সঙ্গে অদিতির এটাই প্রথম সিনেমা। বিজয়ের বিপরীতে অভিনয়ের বিষয়ে তিনি বলেন, ‘বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতার একজন তিনি। এ ছাড়া ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি নিজেকে আকাশচুম্বী জনপ্রিয়তায় নিয়ে গেছেন। তার বিপরীতে অভিনয় করতে পেরে আমি বেশ আনন্দিত। অনেক কিছু শিখেছি, জেনেছি।’
সিনেমাটিতে বিজয়-অদিতি ছাড়া আরও অভিনয় করেছেন অরবিন্দ স্বামী, সিদ্ধার্থ যাদব ও দুর্গাপ্রসাদের মতো তারকা।
এদিকে অদদিতির মুক্তির অপেক্ষায় রয়েছে সঞ্জয় লীলা বানসালির ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’। অবিভক্ত ভারতের লাহোরের ইতিহাস-সংস্কৃতির প্রেক্ষাপটে নির্মিত ওয়েব সিরিজ হীরামন্ডির টিজার ইতোমধ্যে প্রকাশ করেছে নেটফ্লিক্স। অদিতি ছাড়াও টিজারে নজর কেড়েছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, সানজিদা শেখ, রিচা চাড্ডা, শরমিন শেগল।