× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও জুটি মিশা-দীপা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ১৩:১৫ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ১৩:১৯ পিএম

আবারও জুটি মিশা-দীপা

দেশি চলচ্চিত্রে খল-অভিনেতা হিসেবে অনেকের কাছেই তিনি প্রেরণার নাম। অনেক শিল্পীর কাছে তিনি অনুসরণীয়। তিনি মিশা সওদাগর। এ দেশের চলচ্চিত্রে দীর্ঘ সময়ব্যাপী একই জনপ্রিয়তা নিয়ে একজন খল-অভিনেতা হিসেবে টানা কাজ করে যাওয়া এই গুণীর সঙ্গে এক সিনেমায় কাজ করার সৌভাগ্য হয়েছিল নন্দিত নাট্যাভিনেত্রী দীপা খন্দকারের।

মো. ইকবাল পরিচালিতরিভেঞ্জ’ সিনেমায় মিশা দীপা স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। আবারও তারা একসঙ্গে একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন। এখানেও তাদের দেখা যাবে স্বামী-স্ত্রীর ভূমিকায়। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিতডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করছেন।

দীপা খন্দকার জানান, ‌মিশা সওদাগরের সঙ্গে তার অভিনয়ের অংশটুকুর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আসছে ডিসেম্বরে আবারও তিনি একই সিনেমার কাজ করবেন।

দীপা খন্দকারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে মিশা সওদাগর বলেন, ‘দীপা নাটকের জনপ্রিয় অভিনেত্রী। এখন সিনেমায়ও অভিনয় করছেন। এর আগে আমরা একটি সিনেমায় অভিনয় করেছিলাম। ডার্ক ওয়ার্ল্ড আমাদের দ্বিতীয় কাজ। দীপা অভিনয়ে বেশ সাবলীল। শান্ত, চুপচাপ। নিজের কাজটুকু বুঝে নিয়ে ভালোভাবে করার চেষ্টা করেন। সিনেমায় আমরা দুজন আমাদের কাজটা যথেষ্ট আন্তরিকতা নিয়ে করার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে দর্শকের।’

দীপা খন্দকার বলেন, ‘নিঃসন্দেহে মিশা ভাই দেশের একজন প্রতিভাবান অভিনেতা। সিনেমায় তিনি ভীষণ জনপ্রিয়। তার অভিনয় আমার নিজেরও ভালো লাগে। একজন বিনয়ী মানুষ। অভিনয়ে খুব সহযোগিতা করেন। আর সহশিল্পী হিসেবে তার কাছ থেকে আমি সর্বোচ্চ সম্মানটুকুই পেয়েছি। আমি তার সঙ্গে কাজ করে সত্যিই মুগ্ধ।’

এদিকে দীপা জানান, এরই মধ্যে তিনি গেল তিন দিন সাজ্জাদ সুমনের পরিচালনায় দীপ্ত টিভিতে প্রচারচলতিমাশরাফি জুনিয়র’ ধারাবাহিকের পাশাপাশি রুলিন রহমানের নতুন ধারাবাহিকমায়ার বাঁধন’-এ কাজ করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা