প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১৭:২৬ পিএম
রবিবার (১২ নভেম্বর) বিশ্বের ৮ হাজার ৯০০ পর্দায় মুক্তি পেয়েছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার থ্রি’। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি বক্স অফিসে বেশ ভালোই প্রভাব দেখিয়েছে। ভারতে মাত্র ৪ দিনে সিনেমাটি ১৭০ কোটি রূপির বেশি আয় করেছে। ধারণা করা হচ্ছে পঞ্চম দিনেই সিনেমাটি ২০০ কোটির ক্লাবে প্রবেশ করবে।
মুক্তির প্রথম দিনে আয় করা বলিউড সিনেমার তালিকায় ‘টাইগার থ্রি’ এখন তৃতীয় অবস্থানে। তার আগের দুই অবস্থানে রয়েছে ‘পাঠান’ ও ‘জওয়ান’। মুক্তির দ্বিতীয় দিনে ভারতে সিনেমাটির আয় বাড়লেও ১৪ তারিখ ও ১৫ তারিখ কিছুটা কমেছে টাইগারের আয়। তবে ভারতের বাহীরে আয়ের ধারা অব্যাহত রয়েছে।
বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে ‘টাইগার থ্রি’ সিনেমা আয় করে ৪৪.৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করে ৫৯.২৫ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ৪৩ কোটি রুপি। চতুর্থ দিন সিনেমাটি ৩২ কোটি আয় করে। ভারতে সিনেমাটি মোট আয় এখন ১৭৮ কোটি রুপি। এ ছাড়া ৪ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৪১.৮৮ কোটি রুপিতে।
‘টাইগার থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে রয়েছেন শাহরুখ খান। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে সালমানের সঙ্গে হাজির হবেন শাহরুখ। তাদের অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক আদিত্য চোপড়া ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন।
টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা পরিচালনা করেছেন মণীশ শর্মা।