‘আত্মহত্যার’ চেষ্টা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১৭:১৫ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১৮:২৭ পিএম
‘প্রেমঘটিত’ ঝামেলার কারণে বুধবার মধ্যরাতে আত্মহত্যার চেষ্টা করেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয় শিল্পী সংঘের দাবি, অভিনয় শিল্পী তানজিন তিশা গতরাতে হঠাৎ অসুস্থ হয়ে গেলে তার বোন তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তারপর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তানজিন তিশা। বিষয়টি জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।
এদিকে গুঞ্জন রটেছে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তিশার প্রেমের বিষয়টি। নাম প্রকাশ না করার শর্তে নাট্যাঙ্গনের একজন জানান, বেশকিছু দিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। বুধবার রাতে তিশা রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।
তবে এ বিষয়ে মুশফিক আর ফারহানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া দেননি তিনি।