প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১৬:৩৯ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১৬:৪৩ পিএম
বছর প্রায় শেষের দিকে। ২০২৩ সালে এখন পর্যন্ত হলিউডে বেশকিছু দর্শকপ্রিয় সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে গল্পনির্ভর, ফ্যান্টাসি ড্রামা, অ্যাকশন, থ্রিলার সিনেমার পাশাপাশি অ্যানিমেশন সিনেমারও ছিল জমজমাট আয়োজন। দ্য স্নো কুইন অ্যান্ড দ্য প্রিন্সেস, দ্য শুট দ্য পিয়ানো প্লেয়ার, দ্য লিটল মার্মেইড ও দ্য জঙ্গল বাঞ্চের মতো জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা এ বছর মুক্তি দেওয়া হয়। এবার আসছে উইশ শিরোনামে আরও একটি অ্যানিমেশন সিনেমা। বিগ বাজেটের সিনেমাটি নির্মাণ করেছেন ক্রিস বুক ও ফন ভেরাসান্থন।
এই সিনেমার গল্প লিখেছেন জেনিফার লি, ক্রিস বুক, ফন ভেরাসান্থন ও
অ্যালিসন মুর। আগামী ২২ নভেম্বর বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
গল্প লেখার পাশাপাশি এই সিনেমার প্রধান চরিত্রে কণ্ঠ দিয়েছেন জেনিফার
লি। কাজটি নিয়ে বেশ আশাবাদী জেনিফার সম্প্রতি ডিজনিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি
সব সময় কাল্পনিক চরিত্রে অভিনয় করার স্বপ্ন দেখতাম। ছোটবেলায় বিভিন্ন কার্টুন চরিত্রে
নিজেকে সাজানোর চেষ্টা করতাম। তেমনই একটি কাল্পনিক চরিত্রে এবার কণ্ঠ দিলাম। আমার কাছে
বিষয়টি অসাধারণ ছিল। কাজটি করে আমি যেমন আনন্দিত তেমন উচ্ছ্বসিত। আশা করি দর্শকদের
কাছেও সিনেমাটি ভালো লাগবে।
এই সিনেমার গল্প অশা নামে এক তরুণীকে কেন্দ্র করে। যে সব সময় নিজের
সব ইচ্ছা পূরণে এক দৈত্যের সহযোগিতা কামনা করে। হঠাৎ এক দিন সেই দৈত্যের দেখা পায়।
এবং নিজের সব স্বপ্নের কথা জানায়। এভাবেই এগিয়ে যাবে সিনেমাটির গল্প।
বিগ বাজেটের সিনেমাটি ডিজনি অ্যানিমেশন স্টুডিও থেকে নির্মাণ করা
হয়েছে। জেনিফার লি ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ক্রিস পেইন, অ্যালান
টুডেক, আঞ্জেলি ক্যাব্রেল, ভিক্টর গ্রাবার, নাতাশা রুথওয়েল, হ্যার্ভি গুয়েলেন রামি
ইউসুফের মতো তারকা। সিনেমাটি নির্মাণে খরচ করা হয়েছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার।