প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১০:৫৭ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১০:৫৮ এএম
বলিউডের একসময়ের ব্যস্ত দুই অভিনেত্রী রানি মুখার্জি ও কাজল দেবগন। দুজনই তাদের সময়ে বড়পর্দায় নিয়মিত দাপিয়ে বেড়িয়েছেন। করেছেন জুটি বেঁধে অভিনয়। ১৯৯৮ সালে বলিউডের কালজয়ী সিনেমা কুছ কুছ হোতা হ্যায়-তে দুজনে প্রথমবার জুটি বেঁধে জয় করেন দর্শকহৃদয়। এরপর একসঙ্গে বেশকিছু সিনেমায় তাদের দেখা যায়। এবার আরও একবার একসঙ্গে দর্শকের সামনে আসছেন। তবে সিনেমা নয়, জনপ্রিয় টক শো কফি উইথ করণে একসঙ্গে দেখা যাবে তাদের।
এ বছর কফি উইথ করণের অষ্টম সিজন চলছে। এ সিজনকে আলাদাভাবে প্রমোট করা হচ্ছে। কারণ শুধু নারীদের নিয়ে ‘লেডিস স্পেশাল’ শিরোনামে একটি পর্ব প্রচার করা হচ্ছে। যেখানে এবার অতিথি হয়ে আসবেন বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী রানি মুখার্জি ও কাজল দেবগন। বিষয়টি করণ তার ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত করেছেন। দুজনের ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আমার অনুষ্ঠানের হট সিট আরও হট করতে এবারের পর্বে অতিথি হচ্ছেন আমার দুই বন্ধু। আশা করছি জমজমাট একটি আলোচনা হবে।’ এ পর্বটি ২৩ নভেম্বর ডিজনি প্লাস হট স্টার, স্টার ওয়ার্ল্ড ও স্টার ভারত চ্যানেলে প্রচারিত হবে।
এ বছর কাজল ও রানি দুজনেরই দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে রানির সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমাটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আশিমা চিব্বার এবং প্রযোজনা করেছে জি স্টুডিওস ও এমমে এন্টারটেইনমেন্ট। সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রানি। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, নীনা গুপ্তা ও জিম সার্ভ। এটি একজন ভারতীয় দম্পতির বাস্তব জীবনের গল্প থেকে অনুপ্রাণিত, যাদের সন্তানকে ২০১১ সালে নরওয়েজিয়ান কর্তৃপক্ষ তুলে নিয়ে গিয়েছিল।
এদিকে কাজলের ‘লস্ট স্টোরি ২’ সিনেমাটি বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি। কাজলের চরিত্রও দর্শকমহলে হয় সমালোচিত। লস্ট স্টোরি সিরিজে কাজল একটি গল্পের প্রধান চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া, আনুশকা কৌশিক ও বিজয় ভার্মার মতো তারকা।