প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ২৩:৪৮ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ১৮:৩৭ পিএম
ইমরানের সুর-সংগীতে কোনাল ও মিলনের নতুন গান আসছে বছরের শুরুতেই। প্রবা ফটো
সময়ের মিউজিক ক্রেজ ইমরান মাহমুদুল। গান গাওয়া থেকে শুরু করে সুর ও সংগীতায়োজনেও নিয়মিত তিনি। অডিও কিংবা সিনেমা, সবখানেই তার সংগীতের জয়জয়কার। যেমন পাচ্ছেন শ্রোতাদের ভালোবাসা, তেমন জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা স্বীকৃতিও।
একইভাবে গানের ভুবনে কয়েক বছর ধরে জনপ্রিয় নাম কোনাল। তার মধুমাখা কণ্ঠের জাদুতে বুঁদ শ্রোতারা। গেল কোরবানি ঈদে ‘প্রিয়তমা’ ছবিতে বালামের সঙ্গে তার কণ্ঠের ‘প্রিয়তমা’ মুগ্ধতা ছড়িয়েছে সারা বাংলায়। ইমরানের সঙ্গেও কোনালের জুটি হয়ে বেশকিছু জনপ্রিয় গান এসেছে। এবার তারা আসছেন ভিন্নভাবে। ইমরানের সুর ও সংগীতে একটি গানে কণ্ঠ দিয়েছেন কোনাল। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মিলন।
গেল বছর ইমরানের সুর-সংগীতে কোনাল ও মিলনের ‘পাই না তোকে’ গানটি দর্শক-শ্রোতার মধ্যে দারুণ সাড়া ফেলে। এটি লেখেন জামাল হোসেন। এক বছর পর ফের আবারও তারা এক হলেন। একই গীতিকারের কথায় ও ইমরানের সুর-সংগীতে কোনাল ও মিলনের নতুন এ গানটি আসছে বছরের শুরুতেই রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।
গীতিকার জামাল হোসেন বলেন, ‘মিলন-কোনালের পাই না তোকে গানটির সাফল্য আমাকে তাদের নতুন গান করার জন্য অনুপ্রাণিত করেছে। আমি আগের গানটির চেয়ে ভালো কিছু কথায় এটি সাজালাম। এখন সস্তা কথায় গান বেশি হচ্ছে। আমাদের অনেক গানেই শৈল্পিকতা পাই না। সব ঠিক রেখে আমি সুন্দর একটি গান করতে চেষ্টা করেছি।’
মিলন বলেন, ‘আবারও আমাদের নতুন ধামাকা আসছে। পাই না তোকে গানটির সাফল্যের পর ইমরান ভাইয়ের সুরে নতুন গান করলাম। জামাল ভাই বরাবরই দারুণ লেখেন। এটি তার ব্যতিক্রম হয়নি। আগের গানটির মতো এ গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।’
কোনাল ও ইমরানও নতুন গানটি নিয়ে আশাবাদী। তাদের প্রত্যাশা, শ্রোতারা এ গানে যেমন নতুনত্ব পাবেন, তেমন থাকবে একটি উপভোগ্য ভিডিওও।